ইম্ফল: মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী জোট। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাবও এনেছে তারা। সেই নিয়ে ৮ আগস্ট সংসদে আলোচনা হবে। এরই মধ্যে আবার নতুন করে উত্তপ্ত হল উত্তর-পূর্বের এই রাজ্য। জানা গিয়েছে, রাজ্যের একাধিক এলাকায় সংঘর্ষ হয়েছে এবং পুলিশ চৌকিতেও হামলা হয়। সমস্ত অস্ত্রভাণ্ডার লুট করেছে উত্তেজিত জনতা বলে খবর। আবার একজনের মৃত্যুও হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেইরেনফাবি ও থাংগালাভাইয়ের পুলিশচৌকিতে এদিন হামলা চালায় উত্তেজিত জনতা। সেখানে অস্ত্র লুট তো হয়েছেই, একজন পুলিশ কর্মী মারা গিয়েছে বলেও খবর মিলেছে। রাজ্যের পুলিশ জানিয়েছে, এএফ রাইফেল, ইনসাস রাইফেলের পাশাপাশি লাইট মেশিন গান, পিস্তল-সহ বহু অস্ত্র লুট করা হয়েছে। উন্মত্ত জনতাকে আটকাতে প্রায় ৩০০ রাউন্ড গুলি চালানো হলেও তাদের আটকানো সম্ভব হয়নি। যদিও হেইংগাং ও সিংজামেই এলাকাতেও অস্ত্র লুটের চেষ্টা হয়েছিল। সেখানে পুলিশি বাধায় সফল হয়নি হামলাকারীরা।
অন্যদিকে পশ্চিম ইম্ফলের সেনজাম চিরাং এলাকায় পুলিশবাহিনীকে লক্ষ্য করে লুকিয়ে থাকা কিছু জঙ্গি গুলি চালিয়েছে বলে জানানো হয়েছে। সেই ঘটনাতেই মাথায় গুলি লেগে মৃত্যু হয় এক পুলিশকর্মীর। আহত হন এক স্থানীয় গ্রামবাসীও। এছাড়া ২৫ জন সাধারণ মানুষ এই ঘটনায় জখম হয়েছেন বলে খবর। উত্তর-পূর্বের এই রাজ্য নিয়ে উত্তেজনা গোটা দেশেই আছে। রাজনৈতিক দলগুলিও সরব হয়েছে এই ইস্যুতে। কেন্দ্রের বিজেপি সরকার কোনও পদক্ষেপ করছে না বলেই দাবি তাদের।