LIC, IDBI-এর পর আরও ১টি সংস্থা বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের, যুদ্ধ ঘোষণা মমতার

LIC, IDBI-এর পর আরও ১টি সংস্থা বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের, যুদ্ধ ঘোষণা মমতার

নয়াদিল্লি:  আরও একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির উদ্যোগ নিল কেন্দ্র৷ এলআইসি ও আইডিবিআই ব্যাঙ্কের পর এবার বিলগ্নিকরণের পথে বিপিসিএল৷ ভারত পেট্রোলিয়ামের অংশীদারিত্ব এবার বিক্রি করা হয় করার ঘোষণা কেন্দ্রের৷ এই বিষয়ে খুব শীঘ্রই দরপত্র প্রকাশ করবে কেন্দ্র৷ আজ সাংবাদিক বৈঠকে ঠিক মন্তব্য করেছেন বিলগ্নীকরণ শচিব৷  এই বিষয়ে দ্রুত অংশীদারিত্ব বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি৷ 

কেন্দ্রের তরফে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা  বিক্রি করে দেওয়ার প্রসঙ্গে টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এলআইসির মতো প্রতিষ্ঠানগুলির বিলগ্নিকরণ সিদ্ধান্তে কড়া ভাষায় সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী৷ টুইটারে লিখেছেন, কেন্দ্র ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলির ধ্বংসের পরিকল্পনা করছে৷ কেন্দ্রের এই পরিকল্পনায় আমি ভীষণভাবে বিস্মিত এবং হতভম্ব৷ মানুষের নিরাপত্তাবোধ শেষ হয়ে যাচ্ছে৷ এভাবে কি একটা যুগের শেষ হতে চলেছে৷ কেন্দ্রীয় সরকারের ঐতিহ্যশালী প্রতিষ্ঠানগুলি ধ্বংসের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷

আজ বাজেট পেশ করে বিলগ্নিকরণ প্রসঙ্গে অর্থমন্ত্রীর দাবি করেন, শেয়ারবাজার দেশের অর্থনীতিকে নতুন মাত্রা দিয়েছে৷ পঞ্চদশ অর্থ কমিশন রিপোর্ট জমা দিয়েছে৷ সেখানে রাজ্যগুলির মতামত দিয়ে বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এলআইসি ও আইডিবিআই ব্যাংকের শেয়ার বিক্রির প্রস্তাব বাজেটে৷ অংশীদারিত্ব বিক্রি করে ২২.৬ লক্ষ কোটি টাকা আয় হবে৷ কারণ, আশানরূপ আয় না হওয়ায় এই সিদ্ধান্ত৷ এর আগেও এলআইসির বেশ কিছু শেয়ার বিক্রি করে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *