পানাজি: হিজাব পরে পরীক্ষা দিতে আইনত কোনও বাধা নেই বলে স্পষ্ট জানিয়ে দিল গোয়া সরকার। গত মাসে সাফিনা খান নামে একজন মহিলা অভিযোগ করেছিলেন, পানাজিতে নেট পরীক্ষা কেন্দ্রে তাঁকে হিজাব খুলতে বলা হয়।
হিজাব খুলতে অস্বীকার করায় তাঁকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। অভিযোগ সামনে আসার পরেই তীব্র বিতর্ক দেখা দেয়। এই নিয়ে গোয়ার উচ্চ শিক্ষা দপ্তরের ডিরেক্টর প্রসাদ ললিয়েঙ্কর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্ত নেটের নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) চিঠি দিয়ে জানিয়েছেন, ‘ওই মহিলাকে পরীক্ষায় বসতে দেওয়া উচিত ছিল।’