মহিলাদের ‘মধ্যমা’ দেখালেই ৩ বছর জেল, নির্দেশ আদালতের

নয়াদিল্লি: মহিলাদের উদ্দেশ্য করে মধ্যমা প্রদর্শন করলে এবার থেকে যেতে হবে জেল৷ হতে পারে বড়সড় শাস্তি৷ তিন বছরের হাজতবাসও হতে পারে৷ এই মামলার শুনানিতে এই শাস্তির রায় দিয়েছে আদালত৷ রাস্তাঘাট কিংমা ঝগড়া, রাগের বশে মহিলাদের দিকে মধ্যমা প্রদর্শন করলে হতে পারে তিন বছর পর্যন্ত জেল৷ সঙ্গে জরিমানা৷ অনেক সময় পুরুষ মহিলাদের সঙ্গে ঝগড়া হলে হাতের

মহিলাদের ‘মধ্যমা’ দেখালেই ৩ বছর জেল, নির্দেশ আদালতের

নয়াদিল্লি: মহিলাদের উদ্দেশ্য করে মধ্যমা প্রদর্শন করলে এবার থেকে যেতে হবে জেল৷ হতে পারে বড়সড় শাস্তি৷ তিন বছরের হাজতবাসও হতে পারে৷ এই মামলার শুনানিতে এই শাস্তির রায় দিয়েছে আদালত৷

রাস্তাঘাট কিংমা ঝগড়া, রাগের বশে মহিলাদের দিকে মধ্যমা প্রদর্শন করলে হতে পারে তিন বছর পর্যন্ত জেল৷ সঙ্গে জরিমানা৷ অনেক সময় পুরুষ মহিলাদের সঙ্গে ঝগড়া হলে হাতের মধ্যমা প্রদর্শন করে থাকেন৷ কিন্তু এবার থেকে আর এমন কাজ করা চলবে না৷ দিল্লিতে একটি মামলার শুনানির রায়ে এমনই নির্দেশে দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বসুন্ধরা আজাদ৷

২০১৪ সালের একটি মামলায় রায় দিয়েছেন ম্যাজিস্ট্রেট৷ নিগৃহীতার দাবি, এক ব্যক্তি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মধ্যমা প্রদর্শন করেছিলেন৷ তারপর সেই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ৷ ভারতীয় দণ্ডবিধি ৫০৯ ও ৩২৩ ধারা মামলা দায়ের করা হয় ওই ব্যক্তির বিরুদ্ধে৷ এরপর বছর চারেক আগে চার্জশিট পেশ করে পুলিশ৷ কিন্তু পরবর্তীকালে সেই ব্যক্তি নির্দোষ বলে প্রমাণিত হয়৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার নয়া নির্দেশ দিয়েছে আদালত৷ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের উদ্দেশ্য করে মধ্যমা প্রদর্শন অপরাধ৷ অভিযুক্তকে শাস্তি পেতেই হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =