রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল মোদী সরকার! ঘটতি নিয়ে পড়তে হতে পারে বিপাকে

নয়া দিল্লি: রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতা হারাল বিজেপি। শনিবার রাজ্যসভার সদস্য হিসেবে রাকেশ সিনহা, রাম শকল, সোনাল মানসিংহ এবং মহেশ জেঠমালানির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

নয়া দিল্লি: রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতা হারাল বিজেপি। শনিবার রাজ্যসভার সদস্য হিসেবে রাকেশ সিনহা, রাম শকল, সোনাল মানসিংহ এবং মহেশ জেঠমালানির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উচ্চকক্ষে বিজেপির শক্তি কমে দাঁড়াল ৮৬৷

 

এই চারজনকেই কেন্দ্রের শাসক দলের সুপারিশে জোট নিরপেক্ষ সদস্য হিসাবে মনোনিত করেছিলেন রাষ্ট্রপতি। পরে, আনুষ্ঠানিকভাবে তাঁরা মোদী সরকারের জোটে সামিল হন। এই চারজনের মেয়াদ ফুরনোর সঙ্গে সঙ্গেই বিজেপি’র সাংসদ সংখ্যা কমে হল ৮৬। আর, এনডিএ জোটের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ১০১। ২৪৫ সদস্যের রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১১৩ জন সাংসদের সমর্থন। এই সমীকরণ বলছে, আগামিদিনে রাজ্যসভায় কোনও বিল পাশ করাতে গেলে বেগ পেতে হবে মোদী সরকারকে।