প্রেমিকের সঙ্গে বাড়ি ছাড়ায় স্বামীকে কাঁধে নিয়ে বইতে হল মহিলাকে

ভোপাল: ফের খাপ পঞ্চায়েত বসিয়ে প্রকাশ্যে মহিলাকে হেনস্তার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। এবারের ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত ঝাভুয়া জেলার দেবীগড়ে। প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালানোর শাস্তি হিসেবে এক বিবাহিতা মহিলাকে মারধর করে, স্বামীকে কাঁধে তুলে হাঁটার নিদান দিলেন গ্রামবাসীরা। সেই ভিডিও শনিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে সব মহলে। ঘটনার সঙ্গে জড়িত দুই

প্রেমিকের সঙ্গে বাড়ি ছাড়ায় স্বামীকে কাঁধে নিয়ে বইতে হল মহিলাকে

ভোপাল: ফের খাপ পঞ্চায়েত বসিয়ে প্রকাশ্যে মহিলাকে হেনস্তার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। এবারের ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত ঝাভুয়া জেলার দেবীগড়ে। প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালানোর শাস্তি হিসেবে এক বিবাহিতা মহিলাকে মারধর করে, স্বামীকে কাঁধে তুলে হাঁটার নিদান দিলেন গ্রামবাসীরা।

সেই ভিডিও শনিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে সব মহলে। ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, প্রায় ১০ দিন আগে দেবীগড়ে শ্বশুরবাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে গুজরাতে পালিয়ে গিয়েছিলেন ওই মহিলা। দু’দিন আগে হদিশ পেয়ে তাঁকে জোর করে গ্রামে ধরে আনে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। শাস্তি হিসেবে স্বামীকে কাঁধে নিয়ে গ্রামের মধ্যে হাঁটার নিদান দেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে তা পালন করতে বাধ্য করা হয় ওই মহিলাকে। গ্রামের লোকেরা তার ভিডিও করে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় বলে অভিযোগ। ভিডিওয় দেখা গিয়েছে, স্বামী কাঁধে ওই মহিলাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে একদল লোক। অশালীনভাবে হেনস্তাও করা হচ্ছে তাঁকে। একজন বৃদ্ধ হাসতে হাসতে তাঁর সামনে নাচছেন, অন্য একজন হাতের লাঠি দিয়ে মারছেন। স্বামীর ভারে কুঁকড়ে গেলেও মহিলাকে ওইভাবে হাঁটতে বাধ্য করা হচ্ছিল বলেও দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 4 =