নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মারাত্মক প্রভাব ফেলেছে পর্যটন ও বিনোদন শিল্পগুলির ওপর। তবে এবার এই শিল্পেগুলির জন্য আরও একটি সুখবর। ইতিমধ্যেই আনলক-৩ পর্বে করোনা সতর্কতা বিধি মেনে হোটেল ও স্মৃতিসৌধগুলি খোলার অনুমতি মিলেছে । এবার আংশিকভাবে ব্যাঙ্কোয়ট হলগুলিও খুব তাড়াতাড়ি খুলে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার বিনোদন শিল্পগুলির সমর্থনে এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল।
পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ওয়েবিনারের বক্তব্যে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী বলেন, মহামারীজনিত কারণে পর্যটন ক্ষেত্রগুলি মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তিনি বলেন, এই ধরণের শিল্পে উন্নয়নের এবং সমস্ত অংশীদারদের একত্রিত হয়ে পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার জন্য করার নতুন সুযোগ এনে দিয়েছে এই মহামারী।
সরকারের পরিকল্পনা অনুসারে যতটা সম্ভব সাহায্যের আশ্বাস দিয়েছেন প্যাটেল পাশাপাশি বিমান পরিষেবাতেও কিছুটা ছাড় দেওয়া হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়নো হবে। পর্যটন শিল্প অর্থনীতির বিকাশের একটি প্রধান ক্ষেত্র। দেশে সুষ্ঠু পর্যটন বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। পর্যটন শিল্পকে আরও সুষ্ঠুভাবে ফিরিয়ে আনতে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী।