১৬ বছর পর যৌনাঙ্গ ফিরে পেলেন যুবক, সফল অস্ত্রোপচার

ভোপাল: বিদ্যুৎপৃষ্ট হয়ে পুড়ে গিয়েছিল শরীরের বেশ কিছুটা অংশ৷ পুড়ে যায় যৌনাঙ্গও৷ ৯ বছর বয়সে এই ঘটনা ঘটলেও মধ্যপ্রদেশের বাদওয়ানির সেই কিশোর এখন যুবক৷ টানা ১৬ বছর পর একরাশ লজ্জায় মুখ আগলে রেখেছিলেন ওই যুবক৷ যৌনাঙ্গ পুড়ে যাওয়ায় কারণ ধীরে ধীরে এক ঘরে হয়ে পড়েছিল ওই যুবক৷ এমনকি স্কুল-কলেজে মুত্রত্যাগেও ছিল তীব্র অনীহা৷ পাছে বন্ধু

১৬ বছর পর যৌনাঙ্গ ফিরে পেলেন যুবক, সফল অস্ত্রোপচার

ভোপাল: বিদ্যুৎপৃষ্ট হয়ে পুড়ে গিয়েছিল শরীরের বেশ কিছুটা অংশ৷ পুড়ে যায় যৌনাঙ্গও৷ ৯ বছর বয়সে এই ঘটনা ঘটলেও  মধ্যপ্রদেশের বাদওয়ানির সেই কিশোর এখন যুবক৷ টানা ১৬ বছর পর একরাশ লজ্জায় মুখ আগলে রেখেছিলেন ওই যুবক৷ যৌনাঙ্গ পুড়ে যাওয়ায় কারণ ধীরে ধীরে এক ঘরে হয়ে পড়েছিল ওই যুবক৷ এমনকি স্কুল-কলেজে মুত্রত্যাগেও ছিল তীব্র অনীহা৷ পাছে বন্ধু জেনে ফেলে বিষয়টি৷ তবে চিকিৎসকদের লাগাতার চেষ্টায় ১৬ বছর পর নতুন যৌনাঙ্গ পেলেন এই যুবক৷

আট ঘণ্টার কঠিন অস্ত্রোপচারের পর তাঁর শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয় যৌনাঙ্গ৷ হাতের টিস্যু দিয়ে তাঁর যৌনাঙ্গের পুনর্গঠন করা হয়েছে৷ সার্জিক্যাল মাইক্রোস্কোপের সাহায্যে ধমণী ও শিরা জুড়ে দেওয়া হয়েছে৷ ফলে তাঁর যৌনাঙ্গে পূর্ণ অনুভূতি ফিরে পাবে৷ ডাক্তাররা জানিয়েছেন, ওই যুবকের যৌনাঙ্গের স্বাভাবিক গঠনের জন্য দেড় বছর পর আরেকটি ছোট অস্ত্রোপচার করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + four =