২১ বছর পর গান্ধী পরিবারের বাইরে যাচ্ছে কংগ্রেসের ব্যাটন, আসছে নতুন মুখ

নয়াদিল্লি: রাহুল গান্ধী উত্তরসূরিকে? নতুন সভাপতি বাঁচতে আজ ওয়ার্কিং কমিটির বৈঠক৷ ২১ বছর পর দলের ব্যাটন এবার যেতে পারে গান্ধী পরিবারের বাইরে৷ সভপতির হওয়ার দৌড়ে ঘুরছে একাধিক নাম৷ শুক্রবার রাতেই ব্লু-প্রিন্ট বৈঠক করেন সোনিয়া রাহুল৷ কিন্তু, দলের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে কে? আজই কংগ্রেস সভাপতি নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারে৷ রাহুল

96dc6bdb555cd3232cc9feb0c77c9a5c

২১ বছর পর গান্ধী পরিবারের বাইরে যাচ্ছে কংগ্রেসের ব্যাটন, আসছে নতুন মুখ

নয়াদিল্লি: রাহুল গান্ধী উত্তরসূরিকে? নতুন সভাপতি বাঁচতে আজ ওয়ার্কিং কমিটির বৈঠক৷ ২১ বছর পর দলের ব্যাটন এবার যেতে পারে গান্ধী পরিবারের বাইরে৷ সভপতির হওয়ার দৌড়ে ঘুরছে একাধিক নাম৷ শুক্রবার রাতেই ব্লু-প্রিন্ট বৈঠক করেন সোনিয়া রাহুল৷ কিন্তু, দলের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে কে?

আজই কংগ্রেস সভাপতি নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারে৷ রাহুল গান্ধীর উত্তরসূরি বেছে নিতে আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটি নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত৷ তবে, এখনও পর্যন্ত যা খবর, তাতে সভাপতি পদের দৌড়ে সব থেকে এগিয়ে প্রাক্তন মন্ত্রী মুকুল ওয়াসনিক৷ মুকুল সভাপতি হলে ২১ বছর পর দলের নিয়ন্ত্রণ গান্ধী পরিবারের বাইরে চলে যাবে৷ এক্ষেত্রে পরিবারতন্ত্রের গঞ্জনা থেকেও মুক্ত হতে পারে কংগ্রেস৷

২১ বছর পর গান্ধী পরিবারের বাইরে যাচ্ছে কংগ্রেসের ব্যাটন, আসছে নতুন মুখজানা গিয়েছে, প্রশাসনিক অভিজ্ঞতা থাকার কারণে ৫৯ বছরের মুকুল ওয়াসনিককে কংগ্রেস ব্যাটন তুলে দিতে পারে কংগ্রেস৷ গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় নিয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *