কাঁধে ঝুলছে ব্যাগ, ভোররাতে শ্রদ্ধার দেহাংশ নিয়ে হাঁটছেন আফতাব? CCTV ফুটেজে সন্দেহ পুলিশের

কাঁধে ঝুলছে ব্যাগ, ভোররাতে শ্রদ্ধার দেহাংশ নিয়ে হাঁটছেন আফতাব? CCTV ফুটেজে সন্দেহ পুলিশের

 নয়াদিল্লি:  ভোরের আলো তখনও ফোটেনি৷ রাস্তা দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছে এক যুবক৷ সিসি ক্যামেরায় সেই ছবি স্পষ্ট৷  দিল্লি পুলিশের অনুমান,  ফুটেজের যে যুবককে দেখা গিয়েছেস তিনি আফতাব আমিন পুনাওয়ালা। শ্রদ্ধা ওয়ালকর খুনে অভিযুক্ত। যদিও সেই সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি আজবিকেল৷ 

আরও পড়ুন- ধারালো এক অস্ত্রের খোঁজ মিলল! শ্রদ্ধাকে খুন কি এটা দিয়েই

জানা গিয়েছে, এই সিসিটিভি ফুটেজটি ১৮ অক্টোবরের৷ সেখানে দেখা গিয়েছে, এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে একা হেঁটে চলেছেন। মুখ অবশ্য স্পষ্ট নয়। ওই ফুটেজটি খতিয়ে দেখা হচ্ছে৷ দিল্লি পুলিশের অনুমান, ওই যুবক আফতাব। তাঁরা এ-ও মনে করছেন, ওই যুবকের কাঁধে থাকা ব্যাগে ছিল শ্রদ্ধার দেহাংশ। ওই ব্যাগ নিয়ে সেদিন কোথায় গিয়েছিলেন আফতাব, শুরু হয়েছে  তদন্ত৷ 

এদিকে, দীর্ঘ তল্লাশির পর শনিবার সকালে আফতাবের দিল্লির ফ্ল্যাট থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অনুমান, ওই অস্ত্র দিয়েই বাথরুমে বসে শ্রদ্ধার দেহ টুকরো করেছিলেন আফতাব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় অনেক কথাই উগড়ে দিয়েছেন আফতাব। এমনকী ছতরপুরের ফ্ল্যাটে গিয়ে নিজে পুলিশকর্মীদের প্রমাণ সংগ্রহে সাহায্যও করেছেন। শুক্রবার আফতাবের গুরুগ্রামের দফতর থেকে একটি কালো পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয়েছে। তবে এখনও শ্রদ্ধার কাটা মাথার হদিস মেলেনি। শ্রদ্ধার কাটা মাথা তন্নতন্ন করে খুঁজছে দিল্লি পুলিশ।