করোনার জেরে বিজ্ঞাপন শিল্পে ৫,০০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা!

করোনা সংক্রমণের জেরে প্রাণহানির পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে দেশের অর্থনীতিও। শপিং মলের পাশাপাশি একাধিক পর্যটন কেন্দ্রে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। পরিসংখ্যান বলছে, করোনার জেরে বেহাল দশা বিজ্ঞাপন সেক্টরের। সংবাদসূত্রে জানা গেছে, প্রায় ৫ হাজার কোটি টাকা লোকসান হতে চলেছে বিজ্ঞাপন সংস্থাগুলির। যার সিংহভাগই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) কেন্দ্র করে তৈরি হয়েছে বলেই সূত্রের খবর।

নয়াদিল্লি: করোনা সংক্রমণের জেরে প্রাণহানির পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে দেশের অর্থনীতিও। শপিং মলের পাশাপাশি একাধিক পর্যটন কেন্দ্রে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। পরিসংখ্যান বলছে, করোনার জেরে বেহাল দশা বিজ্ঞাপন সেক্টরের। সংবাদসূত্রে জানা গেছে, প্রায় ৫ হাজার কোটি টাকা লোকসান হতে চলেছে বিজ্ঞাপন সংস্থাগুলির। যার সিংহভাগই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) কেন্দ্র করে তৈরি হয়েছে বলেই সূত্রের খবর।

করোনা ভাইরাস কোভিড ১৯-এর সতর্কতায় আইপিএল স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর ফলে প্রায় ২,৫০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে পারে বিজ্ঞাপন সংস্থাগুলি। এছাড়াও পর্যটন, খাদ্য ও পানীয়ের মতো সেক্টরগুলি থেকে ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে প্রায় ২ হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়তে পারে সংস্থাগুলি। করোনা সংক্রমণ যেভাবে আতঙ্ক ছড়িয়েছে এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন ছাড়া উপায় নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু)।

পর্যটন কেন্দ্র বন্ধ রাখা ছাড়াও বিভিন্ন সংস্থার পণ্য পরিবহনের ক্ষেত্রেও ঝক্কি পোহাতে হচ্ছে। পিছিয়ে যাচ্ছে নতুন পণ্য বাজারে আনার প্রক্রিয়াও। মিডিয়াকম সাউথ এশিয়ার চিফ এগজিকিউটিভ নবীন খেমকা বলেন, 'এপ্রিল থেকে জুন মাস খুবই গুরুত্বপূর্ণ সময় বিজ্ঞাপন সংস্থাগুলির ক্ষেত্রে। নতুন অর্থবছরের সূচনাও হয় এই সময়। আইপিএল ছাড়াও বহু সংস্থা নতুন অর্থবছরের এই সময়টাকে কাজে লাগাতে চায়।' এভাবে অন্তত দু'সপ্তাহ চললে নতুন পণ্য লঞ্চ, প্রোমোশনে স্থগিতাদেশ দেবে সংস্থাগুলি। মুম্বই ভিত্তিক মার্কেটিং ও কমিউনিকেশন এজেন্সির তরফে সন্দীপ গোয়েল এই একই আশঙ্কা করেছেন। বিনোদন থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্রীড়া, রিটেল, রেস্তোরাঁর ব্যবসা ক্ষতির মুখে পড়ছে। এই সময় নতুন করে ব্যবসা শুরুর কথা ভাবতে পারছে না সংস্থাগুলি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 10 =