অযোধ্যা: রামমন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে লালকৃষ্ণ আদবানীকে আমন্ত্রণ পত্র দেওয়া হয়নি। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে সেই বিষয়ে নীরব অবস্থান নিলেন খোদ প্রধানমন্ত্রী৷ তবে এই বিষয়ে কৈফিয়ৎ দিলেন আরএসএসের প্রধান মোহন ভগবৎ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ৷
যোগী আদিত্যনাথ ভূমিপুজোর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে আদবানীর প্রসঙ্গ টানেন। তিনি বলেন, কোভিড-১৯য়ের মহামারীর জন্য অনেক বিশিষ্ট মানুষ এখানে উপস্থিত থাকতে পারেননি। তবে আশা করব রাম মন্দিরের পরবর্তী অনুষ্ঠানগুলোতে তাঁদের পাওয়া যাবে। এটা যে আদবানীকে উদ্দেশ্য করে বলা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ৷ আদবানীকে ভূমিপুজোয় আমন্ত্রণ না জানানোর জন্য একাংশের মধ্যে ক্ষোভ জন্ম হয়েছিল৷ তার প্রলেপ লাগাতে যোগী আদিত্যনাথের এই মন্তব্য বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷
যোগী আদিত্যনাথ নাম না নিলেও আরএসএস প্রধান মোহন ভগবৎ খোলাখুলি আদবানীর প্রসঙ্গ উত্থাপন করেন। রাখঢাক না করে মোহন ভগবৎ বলেন, অনেকেই রামমন্দিরের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু এখানে উপস্থিত থাকতে পারেননি। এরপরেই তিনি বলেন, আদবানীজী নিশ্চয় নিজের বাড়ি থেকে এই অনুষ্ঠান দেখছেন। কিছু মানুষ ছিল, যাঁদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো উচিত ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য তাঁদের আর আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি৷ মোদী একবারও বক্তব্য রাখার সময় আদবানীর নাম উল্লেখ করেননি৷ তবে তিনি বার বার অযোধ্যা অন্দোলনকারীদের প্রসঙ্গ টেনেছেন৷ সেখানে তিনি তাঁদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের তুলনা করেছেন৷