ভেজাল মুক্ত রাজ্যের স্বীকৃতি পেল বাংলির প্রাণের পর্যটন কেন্দ্র

সিকিম: গ্যাংটক, পেলিং থেকে শুরু করে লাচুং লাচেন সিকিমের এই শহরগুলোতে এমন কোনও বাঙালি নেই যারা ঘুরতে যায়নি। খোলা নীল আকাশের নীচে প্রকৃতির মেলবন্ধনে পাহাড়ের কোলে মানুষ যেন এক অন্য পৃথিবীর খোঁজ পায়। নানা জায়গার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলেও সিকিমকে মনের কোণে রেখে দেয় সকলেই। সেই সিকিমই এবার হয়ে উঠল ভারতের ১০০ ভাগ অর্গানিক রাজ্য।

ভেজাল মুক্ত রাজ্যের স্বীকৃতি পেল বাংলির প্রাণের পর্যটন কেন্দ্র

সিকিম: গ্যাংটক, পেলিং থেকে শুরু করে লাচুং লাচেন সিকিমের এই শহরগুলোতে এমন কোনও বাঙালি নেই যারা ঘুরতে যায়নি। খোলা নীল আকাশের নীচে প্রকৃতির মেলবন্ধনে পাহাড়ের কোলে মানুষ যেন এক অন্য পৃথিবীর খোঁজ পায়।

নানা জায়গার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলেও সিকিমকে মনের কোণে রেখে দেয় সকলেই। সেই সিকিমই এবার হয়ে উঠল ভারতের ১০০ ভাগ অর্গানিক রাজ্য। সারা বিশ্বের মধ্যে ৫১টি জায়গাকে নিয়ে এই সমীক্ষাটি হয়। সেখানে এউএন ফুড ও এগ্রিকালচারের তরফ থেকে ফিউচার পলিসি গোল্ড অ্যাওয়ার্ড পায় সিকিম। ভারতের জন্য এটি একটি অনেক বড় পাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =