সংসদে আরও একটি গুরুত্বপূর্ণ পদ পেলেন অধীর

নয়াদিল্লি: কংগ্রেসের দলনেতা হিসাবে নিযুক্ত হওয়ার পর এবার সংসদে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী৷ মূলত প্রধান বিরোধী দলের প্রতিনিধি এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান৷ আগে এই পদে ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে৷ এবার এই কমিটির চেয়ারম্যান হিসেবে অধীরের নাম প্রস্তাব করে কংগ্রেস৷ কেন্দ্রীয় সরকারের রাজস্ব ও ব্যয়ের হিসেব খতিয়ে

সংসদে আরও একটি গুরুত্বপূর্ণ পদ পেলেন অধীর

নয়াদিল্লি: কংগ্রেসের দলনেতা হিসাবে নিযুক্ত হওয়ার পর এবার সংসদে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী৷ মূলত প্রধান বিরোধী দলের প্রতিনিধি এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান৷ আগে এই পদে ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে৷ এবার এই কমিটির চেয়ারম্যান হিসেবে অধীরের নাম প্রস্তাব করে কংগ্রেস৷

কেন্দ্রীয় সরকারের রাজস্ব ও ব্যয়ের হিসেব খতিয়ে দেখার দায়িত্ব সংসদের এই বিশেষ কমিটির উপর ন্যস্ত৷ সংসদের তিনটি স্ট্যান্ডিং কমিটির অন্যতম পাবলিক অ্যাকাউন্টস কমিটি৷ অন্য দু’টি কমিটি হল যথাক্রমে এস্টিমেট কমিটি (ইসি) ও কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস (সিওপিইউ)৷ রীতি অনুযায়ী, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে প্রধান বিরোধী দলের প্রার্থীকেই নিয়োগ করা হয়৷ বর্তমান লোকসভায় ৫২টি আসন পেয়ে কংগ্রেসই প্রধান বিরোধী দল হিসেবে গণ্য হয়েছে৷

পাবলিক এস্টিমেটস কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচনিত হয়েছেন বিজেপির গিরিশ ভালচন্দ্র বাপতকে৷ পাবলিক আন্ডারটেকিংস কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হয়েছে মীনাক্ষী লেখিকে৷ এসসি-এসটি উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে বিজেপির কীর্তি প্রেমজিভাই সোলাঙ্কিকে৷ ওবিসি কল্যাণ কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে সাংসদ গণেশ সিংকে৷

টানা ৫ বার বহরমপুর থেকে জিতে আসছেন অধীর৷ মন্ত্রিত্ব থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসে সভাপতিত্বর দায়িত্ব সামলেছেন একাহাতে৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে লোকসভায় সরবও হয়েছেন বারংবার৷ বিজেপি-তৃণমূলকে কাঠগড়ায় তুলে ধারাবাহিক ভাবে করে গিয়েছেন আক্রমণ৷ বিতর্কেও অংশ নিয়েছেন৷ অধীরের দীর্ঘ অভিজ্ঞতা ও ধারাবাহিক সাফল্যের পর এবার লোকসভার নেতা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =