‘সরকার জমিদার নয় যে পায়ে পড়ে ক্ষমা চাইব’, ১২ সাংসদের সাসপেন্ডে সোচ্চার অধীর

‘সরকার জমিদার নয় যে পায়ে পড়ে ক্ষমা চাইব’, ১২ সাংসদের সাসপেন্ডে সোচ্চার অধীর

নয়াদিল্লি: রাজ্যসভার ১২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার ঘটনায় সরব লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷ গতকাল অধিবেশনের প্রথম দিনেই  সাসপেন্ড হন তৃণমূল কংগ্রেসের দোলা সেন, শান্তা ছেত্রী সহ কংগ্রেসের ৬, শিবসেনার ২, একজন সিপিআই ও একজন সিপিএম সাংসদ। এই ঘটনাকে আজ সংখ্যাগরিষ্ঠ শাসনের বাহুবলী কৌশল বলে আখ্যা দিলেন অধীর চৌধুরী৷ তাঁর কথায়, এটা গণতন্ত্রের জন্য হুমকি৷ 

আরও পড়ুন- টুইটারের শীর্ষপদে পরাগ, দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন বৃহৎ কর্পোরেট সংস্থার মাথায় ভারতীয়রা

সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতেই তুমুল হই হট্টোগোল শুরু করেন বিরোধী দলের সাংসদরা৷ ওয়েলে নেমে শুরু হয় বিক্ষোভ৷ বেলা ২ টো পর্যন্ত  মুলতবি হয়ে যায় অধিবেশন৷ কংগ্রেস, ডিএমকে-সহ বিরোধী দলগুলি ওয়াক আউট করে৷ এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন অধীর চৌধুরী বলেন, ‘নিলম্বিত হওয়া রাজ্যসভার  ১২ জন বিরোধী সাংসদকে সমর্থন জানাতে আমরা লোকসভা থেকে ওয়াকআউট করেছি।’ তিনি আরও বলেন, পূর্ববর্তী ঘটনার প্রেক্ষিতে বিরোধী সাংসদদের চলতি শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করা হল৷ আমরা কেন কেন এর জন্য ক্ষমা চাইব? এর আগে কি কখনও এমন হয়েছে যে এক অধিবেশনের জন্য অন্য অধিবেশনে কাউকে সাসপেন্ড করা হচ্ছে?’ 

সুর চড়িয়ে বহরমপুরের সাংসদ আরও বলেন, ‘‘এটা গণতান্ত্রিক দেশ। আর সংসদ হল গণতন্ত্রের একটি  ‘মহা পঞ্চায়েত’। ওঁরা জমিদার নয় যে আমরা তাঁদের পায়ে পড়ে ক্ষমা চাইব। এটি সংখ্যাগরিষ্ঠদের ‘বাহুবলী’ কৌশল এবং গণতন্ত্রের জন্য হুমকি।’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =