বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ, লোকসভা থেকে সাসপেন্ড অধীর

বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ, লোকসভা থেকে সাসপেন্ড অধীর

651b10ad295eedd1a6194701db76d169

নয়াদিল্লি: বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদ অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস সহ বিরোধীরা। কিন্তু আজ খুব সহজেই সেই প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে। তবে বিরোধী পক্ষের ধাক্কা এখানেই শেষ নয়। এদিনই লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। অসংসদীয় আচরণের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। 

বিরোধীরা যে অনাস্থা প্রস্তাব এনেছিল তার জবাবি ভাষণ এদিন দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় দু’ঘণ্টা তিনি ভাষণ দিয়েছেন। এই ভাষণের পরেই  বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যায় ভোটাভুটিতে। সংখ্যা গরিষ্ঠতায় অনাস্থার বিপক্ষেই ভোট গিয়েছে বেশি। কিন্তু তার পরেই কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর সাসপেনশনের প্রস্তাব আনা হয় লোকসভায় এবং তা সহজেই পাশ হয়ে যায়। জানানো হয়েছে, প্রিভিলেজ কমিটির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন। এদিকে আজ অনেক আগেই সংসদ থেকে বেরিয়ে যান কংগ্রেস সাংসদরা। কংগ্রেস শূন্য লোকসভায় অধীরের বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব পাশ হতে তাই বেশি সময় লাগেনি। 

আসলে জবাবি ভাষণ দিতে গিয়ে প্রথম দেড় ঘণ্টা বিরোধীদের নানা বিষয়ে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। সেই সময় পর্যন্তও মণিপুর ইস্যু নিয়ে কোনও কথা না বলায় একাধিকবার ‘মণিপুর, মণিপুর’ ধ্বনি শোনা গিয়েছে সংসদে। তারপর বিরোধীদের একটা বড় অংশ ওয়াক আউট করে। তাঁদের মধ্যে বেশিরভাগ ছিলেন কংগ্রেস সাংসদরাই। সংসদে উপস্থিত বিরোধীদের সংখ্যা ছিল নামমাত্র।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *