কাশ্মীর ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, কী বললেন মোদি

নয়াদিল্লি: সাত দশকের ধারা রাতারাতি বাতিল করে দেশ ও অন্তর্জাতির মহলের বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৃহস্পতিবার উদ্দেশে ভাষণ দিয়ে কাশ্মীরি বাসিন্দাদের জন্য গুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা মোদি৷ গণতন্ত্র থেকে কর্মসংস্থান, পর্যটন প্রসঙ্গেও বার্তা দেন মোদি৷ বলেন, ‘‘জম্মু-কাশ্মীরের বাসিন্দারা চাকরি পাবে৷ স্থানীয় বাসিন্দারা ও পড়ুয়ারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন৷ অনেক চিন্তাভাবনা করে লাদাখ ও

কাশ্মীর ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, কী বললেন মোদি

নয়াদিল্লি: সাত দশকের ধারা রাতারাতি বাতিল করে দেশ ও অন্তর্জাতির মহলের বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৃহস্পতিবার উদ্দেশে ভাষণ দিয়ে কাশ্মীরি বাসিন্দাদের জন্য গুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা মোদি৷ গণতন্ত্র থেকে কর্মসংস্থান, পর্যটন প্রসঙ্গেও বার্তা দেন মোদি৷

বলেন, ‘‘জম্মু-কাশ্মীরের বাসিন্দারা চাকরি পাবে৷ স্থানীয় বাসিন্দারা ও পড়ুয়ারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন৷ অনেক চিন্তাভাবনা করে লাদাখ ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। দেশে গণতন্ত্র মজুদ করতেই এই পদক্ষেপ। কয়েক দশক ধরে কাশ্মীরের বাসিন্দাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল৷ এখন গণতান্ত্রিক অধিকার ফিরে আনা হচ্ছে৷ জনহিতকর কাজে জোর দেওয়া হবে৷ আগামীতে জম্মু-কাশ্মীরের নির্বাচন হবে৷ সেখানে সমস্ত স্তরের মানুষ ভোটে অংশ নিতে পারবেন।’’

জম্মু-কাশ্মীরের পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে কথা বলার আশ্বাসও দিয়েছেন মোদি৷ জম্মু-কাশ্মীরের মানুষকে অভিনন্দন জানিয়ে জাতীর উদ্দেশ্যে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির। জম্মু-কাশ্মীরের উন্নয়নের জন্যই ৩৭০ ধারা তুলে নেয়া হয়েছে বলেও জানান মোদি৷ এই ধারা থাকার কারণে উপত্যাকায় ৪২ হাজার মানুষের এখনও পর্যন্ত মৃত্যুর দাবি করেন নমো৷ কাশ্মীরিদের জন্য সংরক্ষণ সহ একগুচ্ছ সুবিধার কথা জানান মোদি৷ বলেন, জম্মু কাশ্মীরের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া কেন্দ্রীয় সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সেই কাজে ভারত সরকার সর্বদা নিয়োজিত থাকবে বলেও জানান মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 7 =