করোনা বিপর্যয় রুখতে নার্সের দায়িত্ব পালন করছেন এই অভিনেত্রী

করোনা বিপর্যয় রুখতে নার্সের দায়িত্ব পালন করছেন এই অভিনেত্রী

মুম্বই: রুপোলি পর্দা থেকে বেরিয়ে এবার সেবিকার ভূমিকায় অভিনেত্রী শিখা মালহোত্রা৷ সঞ্জয় মিশ্রার 'কাঞ্চলি' ছবিতে অভিনয় করে সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী৷ এবার করোনা আক্রান্তদের শুশ্রূষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শিখা৷ মহারাষ্ট্রের হাসপাতালে এখন দম ফেলার ফুরসত নেই তাঁর৷

বলিউডের জনপ্রিয় ফোটোগ্রাফার ভিরাল ভায়ানি তাঁর ইনস্টাগ্রামে নার্সের পোশাক পরা শিখার একটি ছবি শেয়ার করেন৷ এর পরই খবরটি প্রকাশ্যে আসে৷ জানা গিয়েছে, বলিউডে পা রাখার আগে নার্সিং ট্রেনিং নিয়েছিলেন শিখা৷ বিপদের সময় সেই শিক্ষাই কাজে লাগালেন তিনি৷ মহারাষ্ট্রে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে করোনা৷ এই দুর্যোগের সময়ে নিজেকে ঘর বন্দি করতে পারেননি শিখা৷ যোগ দিয়েছেন নার্সিংয়ের কাজে। পূর্ব যোগেশ্বরীর বালাসাহেব ঠাকরে ট্রমা হাসপাতালের আইসোলেশন বিভাগে জরুরি পরিষেবায় যুক্ত রয়েছেন তিনি।

২০১৪ সালে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালের বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ থেকে নার্সিং কোর্স করেন ‘কাঞ্চলি’ অভিনেত্রী৷ যদিও পরে আর নার্সিংয়ের কাজ করা হয়নি তাঁর৷ পা রাখেন বিনোদন জগতে৷ কিন্তু রাজ্যে করোনা মহামারীর আকার নেওয়ার পরই নার্সিংয়ের কাজে ফিরে যান তিনি৷ শিখা বলেন, ‘‘পাশ করার পর সমাজের সেবা করব বলে শপথ নিতে হয় আমাদের৷ আমার মনে হয় শপথ পূরণের এটাই সঠিক সময়৷

করোনা পরিস্থিতিতে যেভাবে শিখা এগিয়ে এসেছেন তাতে নিঃসন্দেহে তাঁকে করোনা-যোদ্ধা বলাই যায়। বিশ্বে প্রায় ৬ লক্ষ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত ২৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ ভারতে করোনার বলি ২০৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *