মুম্বই: ইরফান খানের পর এবার ঋষি কাপুর৷ পর্দা ছেড়ে বিদায় নিলেন আরও এক অভিনেতা৷ আজ সকালে ক্যান্সার আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ঋষি কাপুর৷ বয়স হয়েছিল ৬৭ বছর৷ আজ সকালে মুম্বইয়ের হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে৷ গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷
নিউ ইয়র্কে প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের চিকিত্সা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন বর্ষীয়ান এই অভিনেতা৷ ২০১৮ সালে ক্যানসারের চিকিৎসায় জন্য আমেরিকাতে ছিলেন৷ গত বছর সেপ্টেম্বরে দেশে ফেরার পর দিল্লির বায়ু দূষণের কারণে ফুসফুসে সংক্রমণ হয় তাঁর৷ পরে মুম্বইয়ের নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়৷ ওই সময় দিল্লিতে একটি ছবির জন্য শ্যুটিং করছিলেন৷ গতকাল ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়৷ আজ সকালে তাঁর মৃত্যু হয়৷ বর্ষীয়ান অভিনেতাকে হারিয়ে স্তব্ধ গোটা বলিউড৷
অন্যদিকে, বুধবার প্রয়াত হয়েছেন বলিউডের আর এক ক্যানসার আক্রান্ত অভিনেতা ইরফান খান৷ জিটিল নিউরোএন্ডোক্রিন টিউমারের কারণে ৫৩ বছর বয়সে তাঁর জীবন থমকে যায়৷ ইরফান ও ঋষি কাপুরের আকস্মিক মৃত্যুতে শোকাহত বলিউড৷
ঋষি কাপুর৷ বলিউডের অন্যতম নাম৷ জন্ম ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর৷ ভারতীয় চলচ্চিত্রে অভিনেতা, প্রযোজক ও পরিচালক হিসাবে ছিলেন সুপরিচিত৷ ১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ ছবির মধ্য দিয়ে শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন৷ ওই ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি৷ ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান তিনি৷ ১৯৭৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি মোট ৯২টি সিনেমায় প্রধান চরিত্র হিসাবে অভিনয় করেন৷ ৪১টি চলচ্চিত্রে সহ-তারকা হিসাবে অভিনয় করেন৷ বাকি ৫১টি চলচ্চিত্রের মধ্যে মাত্র ১১টি ছবিতে তিনি সফল্য পেয়েছিলেন৷ ১৯৭৩ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তাঁর স্ত্রী নীতু সিংয়ের বিপরীতে মোট ১২টি চলচ্চিত্রে এক সঙ্গে কাজ করেন৷