‘পুরুষের মতো আচরণ করুন’, রাহুলকে নোটিশ মহিলা কমিশনের

নয়াদিল্লি: প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের প্রসঙ্গে তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে মহিলা কমিশনের সমালোচনার মুখে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করে জাতীয় মহিলা কমিশনের তরফে রাহুলকে ‘পুরুষের মতো আচরণ’ করার পরামর্শ দেওয়া হয়েছে৷ রাহুলের বিরুদ্ধে মহিলা কমিশনের নোটিশ জারি হতেই টুইট করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ লেখেন, ‘‘নতুন করে আরও নীচে নামল ভারতীয়

‘পুরুষের মতো আচরণ করুন’, রাহুলকে নোটিশ মহিলা কমিশনের

নয়াদিল্লি: প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের প্রসঙ্গে তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে মহিলা কমিশনের সমালোচনার মুখে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করে জাতীয় মহিলা কমিশনের তরফে রাহুলকে ‘পুরুষের মতো আচরণ’ করার পরামর্শ দেওয়া হয়েছে৷

রাহুলের বিরুদ্ধে মহিলা কমিশনের নোটিশ জারি হতেই টুইট করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ লেখেন, ‘‘নতুন করে আরও নীচে নামল ভারতীয় রাজনীতির মান৷’’ কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির দাবি, ‘‘রাহুলের মন্তব্যে নারীদের প্রতি বিদ্বেষ ছাড়া আর কিছু নেই৷’’

বুধবার রাফাল প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রাহুল৷ বলেন, ‘‘সংসদে তাঁকে রক্ষা করেছেন এক মহিলা৷’’ তাঁর কথায়, ‘‘৫৬ ইঞ্চির চৌকিদার পালিয়ে গিয়েছেন৷ এক মহিলাকে সাহায্য করতে বলেছেন তিনি৷ নিজেকে নিজে বাঁচাতে পারছেন না৷ মহিলার সাহায্য নিচ্ছেন৷ কিন্তু তিনিও তাঁকে বাঁচাতে পারলেন না৷ আমি হ্যাঁ অথবা না-তে উত্তর চেয়েছিলাম৷ ওরা সেটাও দিতে পারেননি।৷’’

রাহুলের এই মন্তব্যের পর আগ্রার জনসভা থেকেই উত্তর দেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘স্বাধীনতার পর এই প্রথম দেশকে রক্ষার ভার এক মহিলা সামলাচ্ছেন৷ রাফাল নিয়ে বিরোধীদের তোলা সব প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি৷ তাঁদের মিথ্যাকে সবার সামনে নিয়ে এসেছেন বলে একজন মহিলাকে অপমান করা হচ্ছে৷ আসলে একজন নয় ভারতের নারী শক্তিকেই অপমান করা হচ্ছে৷’’মোদির মন্তব্যের পর কোমর বাঁধে জাতীয় মহিলা কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =