খাদে গাড়ি, আইআইটি ৩ পড়ুয়া সহ ৭ জনের মৃত্যু হিমাচলে

খাদে গাড়ি, আইআইটি ৩ পড়ুয়া সহ ৭ জনের মৃত্যু হিমাচলে

সিমলা: ফের হিমাচল প্রদেশের পাহাড়ে পর্যটকদের মৃত্যু। কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে সাতজনের বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে তিনজন আইআইটির ছাত্র বলেও খবর। রবিবার সন্ধ্যায় একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা।

আরও পড়ুন- কয়লা পাচারে লালাকে মদতের অভিযোগ! IPS আকাশ মাঘারিয়ার তলব করল ইডি

জানা গিয়েছে, চালকসহ গাড়িতে ১৭ জন যাত্রী ছিলেন। বানজার মহকুমার ঘিয়াঘির কাছে সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে ঠিক কী ভাবে এই নিয়ন্ত্রণ হারাল তা এখনও আন্দাজ করা যাচ্ছে না। অনেকের মনে করছেন গাড়ির গতি হয়তো বেশি ছিল, আবার অনেকের মতে, সন্ধ্যা হয়ে যাওয়ায় রাস্তা ঠাওর করতে হয়তো ভুলচুক হয়েছিল চালকের। খবর মিলেছে, নিহতরা রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লি-সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা। পাঁচ পর্যটক ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও দুজন মারা যান।

এই ঘটনায় শোক প্রকাশ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পর্যটকদের একটি গাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক। তিনি নিহতদের পরিবারের পাশে আছেন এবং সমবেদনা প্রকাশ করছেন। একই সঙ্গে আহতদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা বলেছেন তিনি ও তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − twelve =