টিকাকরণের দ্বিতীয় দফায় নাম লেখালেন ৫০ লক্ষ মানুষ

টিকাকরণের দ্বিতীয় দফায় নাম লেখালেন ৫০ লক্ষ মানুষ

নয়াদিল্লি: ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের ঊর্ধ্বে কোমর্বিডিটি আছে এমন মানুষকে দ্বিতীয় দফায় করোনার টিকা দেওয়া শুরু হয়েছে সোমবার থেকে। দ্বিতীয় টিকাকরণে প্রথমদিনেই ব্যাপক উত্সাহ দেখা গিয়েছিল মানুষের মধ্যে৷ সোমবার কেন্দ্রের কো-উইন পোর্টালে নাম নথিভুক্ত করেছিলেন ২৫ লক্ষ মানুষ৷ এখনও পর্যন্ত ওই পোর্টালে প্রায় ৫০ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করিয়েছেন৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে কেন্দ্র৷ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত প্রথম দুটি ধাপে দেশে ১ কোটি ৪৮ লক্ষ ৫৫ হাজার ৭৩টি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে৷ 

এরমধ্যে ৬৭ লক্ষ ৪ হাজার ৮৫৬ স্বাস্থ্যকর্মী তাদের প্রথম ডোজটি নিয়েছেন ও ২৫ লক্ষ ৯৮ হাজার ১৯২ জন স্বাস্থ্যকর্মী তাদের কোভিড টিকার দ্বিতীয় ডোজটি নিয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এছাড়াও ৫৩ লক্ষ ৪৩ হাজার ১৯২ জন করোনায় সামনের সারির যোদ্ধারা টিকার প্রথম ডোজটি নিয়েছেন৷ সোমবার দিনের শুরুতে টিকা নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির এইমস হাসপাতালে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার ডোজ নেন মোদী। টুইটে বার্তা দেন, কোভিডমুক্ত ভারত গড়ার। এরপরই সেই দিন সন্ধেতে মেদান্ত হাসপাতাল থেকে করোনার টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ টিকা গ্রহণের পর ভালো রয়েছেন তিনি জানা গেছে এমনটাই।

প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সোমবার টিকার ডোজ নিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জিতেন্দ্র সিং, সোম প্রকাশ, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *