অনলাইনে দেদার বিকোচ্ছে গর্ভপাতের ওষুধ, কোথায় বিধিনিষেধ?

নয়াদিল্লি: অনলাইনের যুগে সবই এখন সহজ লভ্য৷ হাতের মুঠোয় গোটা বিশ্ব৷ কিন্তু, এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই দেদার বিকোচ্ছে গর্ভপাতের ওষুধ! ডাক্তারের প্রেসক্রিপশন কিংবা বয়সের প্রমাণপত্র ছাড়াই গর্ভপাতের ওষুধ বিক্রি করা দণ্ডনীয় অপরাধ৷ কিন্তু, কে শোনে কার কথা৷ অভিযোগ, সমম্ত বিধি নিষেধ উড়িয়ে দেদার বিক্রি হচ্ছে গর্ভপাতের ওষুধ৷ প্রথম সারির কিছু অনলাইন শপিং সংস্থাই এই

অনলাইনে দেদার বিকোচ্ছে গর্ভপাতের ওষুধ, কোথায় বিধিনিষেধ?

নয়াদিল্লি: অনলাইনের যুগে সবই এখন সহজ লভ্য৷ হাতের মুঠোয় গোটা বিশ্ব৷ কিন্তু, এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই দেদার বিকোচ্ছে গর্ভপাতের ওষুধ! ডাক্তারের প্রেসক্রিপশন কিংবা বয়সের প্রমাণপত্র ছাড়াই গর্ভপাতের ওষুধ বিক্রি করা দণ্ডনীয় অপরাধ৷ কিন্তু, কে শোনে কার কথা৷ অভিযোগ, সমম্ত বিধি নিষেধ উড়িয়ে দেদার বিক্রি হচ্ছে গর্ভপাতের ওষুধ৷

প্রথম সারির কিছু অনলাইন শপিং সংস্থাই এই ওষুধ বিক্রি করছে৷ তবে জানাজানি হয়ে যাওয়ার পর ওই অনলাইন সংস্থাগুলি ওষুধ বিক্রি করা বন্ধ করে দিলেও একাধিক ছোট বিভিন্ন অনলাইন শপিং সংস্থা ওষুধ বিক্রি করেই  চলেছে বলে অভিযোগ৷ শুধু তাই নয়, অনলাইনে মিলছে বিরাট ছাড়৷ কম দামে সহজ লভ্য ওষুধ অনেকেই কিনছেন৷ এমনকি মহারাষ্ট্র রেজিস্টার্ড ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরাও পরিচয় গোপন করে এই ওষুধ কিনেছেন৷ চিকিৎসকদের দাবি, অবিলম্বে এই ওষুধ অনলাইন শপিং সাইড থেকে তুলে নিয়ে বিষয়ে কঠোর আইন প্রণয়ন করা হোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 9 =