বিজেপিকে কীভাবে বোকা বানানো যাবে? ত্রিপুরার মানুষকে শেখালেন অভিষেক

বিজেপিকে কীভাবে বোকা বানানো যাবে? ত্রিপুরার মানুষকে শেখালেন অভিষেক

89f0fdcf5e59b26a9a32c105d4a749a7

আগরতলা: ত্রিপুরার পুরো ভোটে লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই প্রেক্ষিতে তাদের প্রস্তুতি তুঙ্গে। তবে ঘাসফুল শিবিরের স্পষ্ট দাবি যে ভোটের দিন সন্ত্রাস করতে পারে তৃণমূল কারণ রাজ্যজুড়ে এখন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে বিজেপি। সাধারণ মানুষ ভোট দিতে বেরোতে ভয় পাবেন এবং সেই ভয় কাজে লাগাবে বিজেপি। এই প্রেক্ষিতে বিজেপিকে কী ভাবে বোকা বানানো যাবে সেটাই আজ ত্রিপুরায় ব্যাখ্যা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে তিনি ত্রিপুরার সাধারণ মানুষের উদ্দেশ্যে এই পরামর্শ দিয়েছেন।

অভিষেক বলেছেন, যদি বিজেপি নেতাদের ভয় লাগে তাহলে বাড়ি থেকে হাতে পদ্ম ফুল নিয়ে বেরোবেন। যদি বিজেপি জিন্দাবাদ বলতে হয় সেটাও বলুন কিন্তু ভোট তৃণমূল কংগ্রেসকে দিন। প্রয়োজন পড়লে আবার ভোট দিয়ে বেরোনোর সময়ও বিজেপি জিন্দাবাদ বলুন। তবে নিজের ভোট নিজে দিন, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ অভিষেক স্পষ্ট বার্তা দিয়ে বলছেন যে, মুখে বিজেপি বললেও ভোট আদতে তৃণমূলকে দিতে হবে। এর পাশাপাশি তিনি আরো দাবি করে বলেছেন যে ত্রিপুরায় সবথেকে বেশি রাজনৈতিক হিংসা হয়েছে এবং এখনও হচ্ছে। এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে থানাও এখন সুরক্ষিত নয়। অভিষেকের কথায়, বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই তারা ভয় পাচ্ছে।

এদিকে আবার বিজেপিকে আক্রমণ করতে করতে নাম না করে কংগ্রেসকেও একহাত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানাচ্ছেন যে তৃণমূল ছাড়া দেশে আর বিজেপি বিরোধী শক্তি নেই। অর্থাৎ নাম না করে তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন যে কংগ্রেসকে তারা আর মূল বিরোধী শক্তি বলে ভাবছেন না। এছাড়াও তিনি বলেছেন, ঠাণ্ডা ঘরে বসে রাজনীতি করলে চলে না, মাঠে নেবে রাজনীতি করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *