ত্রিপুরা ইস্যুতে সংসদে ঝড় তুলতে ফের দিল্লিতে ‘কালো ঘোড়া’ অভিষেক

ত্রিপুরা ইস্যুতে সংসদে ঝড় তুলতে ফের দিল্লিতে ‘কালো ঘোড়া’ অভিষেক

5882ae28522cebdbc2cd1a963a167a80

নয়াদিল্লি: ত্রিপুরার মাটিতে আক্রান্ত তৃণমূল৷ প্রথমে অভিষেকের গাড়িতে হামলা৷ তার পর দলের যুব নেতাদের উপর আক্রমণ৷  ঝরেছে রক্ত৷ এই ঘটনায় সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ত্রিপুরার ইস্যুতে তৃণমূল যে চুপ করে বসার পাত্র নয়, সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই ইস্যুটি দিল্লির দরবারে পৌঁছে দিতে সংসদের দুই কক্ষের সাংসদদের নিয়ে আজই বৈঠকে বসতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সকাল ১০টায় সংসদ ভবনের কার্যালয়ে শুরু হবে এই বৈঠক৷ ছকে নেওয়া হবে সংসদ তোলপাড় করার রূপরেখা৷ কী ভাবে সংসদ ভবনে ত্রিপুরা ইস্যু তুলে ধরা হবে, সেই দিশা ঠিক করে দেবেন অভিষেক৷ 

আরও পড়ুন- আর ব্যবহার করা যাবে না প্লাস্টিকের পতাকা, কড়া নির্দেশ কেন্দ্রের

প্রসঙ্গত, ১৩ অগাস্ট শেষ হয়ে যাচ্ছে সংসদের বাদল অধিবেশন৷ ১৯ জুলাই থেকে অধিবেশন শুরু হয়েছিল৷ পেগাসাস থেকে শুরু করে কৃষি বিল, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে বারবার তোলপাড় হয়েছে সংসদ৷ বিরোধীদের হইচইয়ের মাঝেই বেশ কিছু বিল পাশ করিয়ে নিয়েছে মোদী সরকার৷ তবে কোনও কক্ষেই সম্পূর্ণ কাজ করা যায়নি৷ এই সবের মাঝেই এবার জুড়তে চলেছে ত্রিপুরায় তৃণমূলের আক্রান্ত হওয়ার বিষয়টি৷ সংসদের কী ভাবে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে হবে, সেই অঙ্ক কষতে সোমবার রাতেই দিল্লি পৌঁছন অভিষেক৷ 

দলের সর্বভারতীয় সাধারণ সম্পদক হওয়ার পর থেকে গুরুদায়িত্ব চেপেছে তাঁর কাঁধে৷ দলকে সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে দলের সারথি তিনি৷ তাই শুধু বাংলা নয়, বাংলার বাইরেও সমান তালে দায়িত্ব সামলে চলেছেন অভিষেক৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরেও তাঁর ছায়াসঙ্গী ছিলেন৷ তবে দিল্লি দখলের আগে লক্ষ্য ত্রিপুরা৷ আর ত্রিপুরাতে পা রাখতেই আক্রান্ত তৃণমূল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *