আগরতলা: সংঘর্ষের আগুনে জ্বলছে ত্রিপুরা৷ রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে গাড়ি৷ বাম-বিজেপি সংঘর্ষের জেরে তছনছ দলীয় কার্যালয়৷ আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন৷ সব মিলিয়ে বুধবার সন্ধ্যায় রণক্ষেত্র হয়ে ওঠে ত্রিপুরা৷ এই পরিস্থিতিতে বিজেপি’র বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন তিনি৷
আরও পড়ুন- ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ভর্তি হতে পারবেন মেয়েরাও!
ত্রিপুরায় সংঘর্ষের আগুন ছড়ানোর পরেই টুইট করে অভিষেক বলেন, ‘‘হিংসা আর গুন্ডামি বিজেপি’র সঙ্গে মিলে মিশে গিয়েছে৷ নৃশংস ভাবে আক্রান্ত হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ৷ সংবাদমাধ্যমের ঐক্যবদ্ধতার পাশে আমরা থাকব।’’ বিপ্লব দেবকে বিঁধে তিনি আরও লেখেন, ‘‘ত্রিপুরায় দুয়ারে গুন্ডা মডেলকে হঠাতে আমরা লড়াই চালাতে বদ্ধপরিকর।’’
গতকাল ত্রিপুরায় ভয়ঙ্কর ছবি দেখেছে গোটা দেশ৷ এদিন বিকেলে উদিপুরে সিপিএমের মিছিলকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত৷ বিজেপি’র সঙ্গে তুমুল সংঘর্ষ বাধে বাম নেতা-কর্মীদের৷ এর পরেই সিপিএমের পার্টি অফিস ভাঙচুর করে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়৷ বিজেপি’র অভিযোগ, বাম পার্টি অফিস থেকে বোমা ছোড়া হয়েছিল৷ ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল বামেরা৷ জখম হন বিজেপি কর্মী৷ এর পরেই রাস্তায় নেমে তাণ্ডব শুরু করে গেরুয়া শিবির৷ তাদের দাবি, এটা শুধু ট্রেলার৷ তাঁদের কথায়, “বিজেপি সন্ত্রাসে বিশ্বাসী নয়৷ তবে ধৈর্যের বাঁধ ভাঙলে কী পরিণতি হতে পারে, তার ট্রেলার সকলেই দেখলেন।”
আরও পড়ুন- একদিনে বাড়ল সংক্রমণ, মৃত্যু! দেশের টিকাকরণ নিয়ে স্বস্তি
এদিকে এই ঘটনার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ এই ঘটনায় বামেদের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারের তীব্র নিন্দা করেন তাঁরা৷ উল্লেখ্য, সোমবার হামলার মুখে পড়েছিলেন মানিক সরকার। নিজের নির্বাচনী কেন্দ্র ধনপুরে যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলা চালানো হয়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷