দু’মাসের মধ্যেই আড়াই হাজার বঞ্চিতরা টাকা পাবে! প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

দু’মাসের মধ্যেই আড়াই হাজার বঞ্চিতরা টাকা পাবে! প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

456eaf08a560d0063ba1692244c9e2da

নয়াদিল্লি: সোমবারের পর মঙ্গলবারও রাজধানী দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি হয়েছে। প্রায় ২০ লক্ষ মানুষের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এই দাবি করেছে তারা। তৃণমূলের নেতা-কর্মী, মন্ত্রীদের সঙ্গে দিল্লি গিয়েছে আড়াই হাজার জব কার্ড হোল্ডাররাও। তাদের টাকা মেটানোর বড় প্রতিশ্রুতি দিয়েছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এছাড়া বিজেপির বিরুদ্ধে নয়া স্লোগানও দিতে দেখা গিয়েছে তাঁদের। 

এদিন যন্তর-মন্তর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আড়াই হাজার জব কার্ড হোল্ডারের টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকারকে অনুরোধ করা হবে সেই টাকা দিয়ে দেওয়ার জন্য। দরকার পড়লে নিজেদের একমাসের বেতন দিয়ে আড়াই হাজার মানুষের টাকা মেটাবে দলের বিধায়ক, সাংসদরা। আগামী দু’মাসের মধ্যেই বঞ্চিতরা এই টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। তবে যে যে জব কার্ড হোল্ডাররা দিল্লি গিয়েছেন, তাঁরা যাতে টাকা পান, তা নিশ্চিত করেছেন অভিষেক। ২০ লক্ষ জব কার্ড হোল্ডারদের মধ্যে বাকিদের টাকাও ৬ মাসের মধ্যে মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি। 

এই প্রেক্ষিতেই বিজেপির সরকারকে আক্রমণ করে তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আটকে রাখা ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা যাতে কেন্দ্র দ্রুত দিয়ে দেয়, সেই আর্জি জানানো হবে। তাঁর তোপ, ৫০ লক্ষ মানুষের চিঠি নিয়ে দিল্লি এসেছেন তারা, কিন্তু ভুক্তভোগী মানুষের জন্য কেন্দ্রের মন্ত্রীদের সময় নেই। তাঁর কটাক্ষ, বিজেপি সরকার ‘হীরক রাজা’। যন্তর মন্তরের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই স্লোগান দেন, ‘‘দড়ি  ধরে মারো টান, জমিদার হবে খান খান।’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *