abhisekh banerjee
নয়াদিল্লি: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এদিন দিল্লির যন্তর-মন্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, ৫০ লক্ষ মানুষের চিঠি নিয়ে দিল্লি এসেছেন তারা এবং সেই চিঠি নির্দিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর দফতরে তারা পৌঁছে দেবেন। এদিন প্রথম কর্মসূচি সারার পর সেই চিঠিগুলি কাঁধে নিয়েই যন্তর মন্তর থেকে পায়ে হেঁটে দিল্লির কৃষি ভবনে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলীয় নেতারা। দলের তরফ থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
এদিন দিল্লির যন্তর মন্তরের মঞ্চে উঠে অভিষেক কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন। বলেন, তাঁদের সভা আটকাতে সমস্ত নিরাপত্তা বাহিনীকে নামিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু তাতে লাভ হবে না। মানুষ এর জবাব দেবে বলে হুঁশিয়ারি তাঁর। একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে তাঁর তোপ, ৫০ লক্ষ মানুষের চিঠি নিয়ে দিল্লি এসেছেন তারা, কিন্তু ভুক্তভোগী মানুষের জন্য কেন্দ্রের মন্ত্রীদের সময় নেই। এই প্রেক্ষিতেই তাঁর বিরাট প্রতিশ্রুতি, কেন্দ্র টাকা না দিলে আড়াই হাজার জব কার্ড হোল্ডারের প্রাপ্য টাকা দরকার হলে বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন দিয়ে মেটাবেন।
Carrying letters penned by the people of Bengal, expressing their heartfelt demands, our leaders, led by Shri @abhishekaitc have reached Krishi Bhawan.
We stand resolute in our commitment, our demand reverberating through these halls – Release the rightful funds owed to the… pic.twitter.com/sNVqm96AJq
— All India Trinamool Congress (@AITCofficial) October 3, 2023
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, আগামী দু’মাসের মধ্যেই বঞ্চিতরা এই টাকা পেয়ে যাবেন। তবে যে যে জব কার্ড হোল্ডাররা দিল্লি গিয়েছেন, তাঁরা যাতে টাকা পান, তা নিশ্চিত করেছেন অভিষেক। ২০ লক্ষ জব কার্ড হোল্ডারদের মধ্যে বাকিদের টাকাও ৬ মাসের মধ্যে মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি।