মুম্বই: বিরোধী শিবিরের যে জোট সেই ‘ইন্ডিয়া’ আজ মুম্বইয়ে তৃতীয় বৈঠক সেরে ফেলেছে। আর জানা গিয়েছে, আজই এই বৈঠক থেকে চূড়ান্ত হয়ে গিয়েছে একটি কমিটি। বিজেপি বিরোধী ২৮টি দলের শীর্ষ নেতা-নেত্রীদের এই বৈঠক থেকে ১৩ জনের একটি কো-অর্ডিনেশন (সমন্বয়) কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটিতে স্থান পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই কমিটিতে আপাতত স্থান পাননি সিপিএমের কেউ।
সর্বভারতীয় এক সংবাদসংস্থা সূত্রে খবর, এই ১৩ জনের কমিটিতে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আছেন শরদ পওয়ার (এনসিপি), কেসি বেণুগোপাল (কংগ্রেস), হেমন্ত সোরেন (জেএমএম), মেহবুবা মুফতি (পিডিপি), এমকে স্ট্যালিন (ডিএমকে), তেজস্বী যাদব (আরজেডি), ওমর আবদুল্লা (ন্যাশনাল কনফারেন্স), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), সঞ্জয় রাউত (শিবসেনা-উদ্ধব), লালন সিংহ (জেডিইউ), রাঘব চড্ডা (আপ) এবং ডি রাজা (সিপিআই)। জানানো হয়েছে, পরে সিপিএমের একজনকে এই কমিটিতে যোগ করা হতে পারে। সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিজেপি বিরোধী জোট নতুন আঙ্গিকে তৈরি হয়েছে। পুরনো ইউপিএ ভুলে এখন বিরোধী শিবির হয়েছে ‘ইন্ডিয়া’। ইতিমধ্যে তারা দু’দফার বৈঠক সেরেও ফেলেছে। আজ তৃতীয় দফার বৈঠক হল মুম্বইয়ে। তবে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। বিজেপির দাবি বিরোধী জোটে ফাটল ধরতে শুরু করেছে। কারণ এই পদ নিয়ে মতবিরোধ দেখা দিচ্ছে।