প্রাপ্য টাকা নিজেদের বেতন দিয়ে মেটাবেন! দিল্লিতে বললেন অভিষেক

প্রাপ্য টাকা নিজেদের বেতন দিয়ে মেটাবেন! দিল্লিতে বললেন অভিষেক

d16e1e2f344ca447df0c790310386377

নয়াদিল্লি: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে দু’দিন ধরে রাজধানী দিল্লিতে কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেস। গতকাল রাজঘাট ময়দানে ধর্না করেছিল ঘাসফুল শিবির, জোড়ো হয়েছিলেন দলের নেতা-কর্মী থেকে শুরু করে জব কার্ড হোল্ডাররা। আজ দিল্লির যন্তর-মন্তরে কর্মসূচি করেছে তৃণমূল এবং সেখান থেকেই বড় প্রতিশ্রুতি দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, কেন্দ্র টাকা না দিলে আড়াই হাজার জব কার্ড হোল্ডারের প্রাপ্য টাকা নিজেদের বেতন দিয়ে মেটাবেন। 

দিল্লির যন্তর মন্তরের মঞ্চে উঠে এদিন অভিষেক কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন। বলেন, তাঁদের সভা আটকাতে সমস্ত নিরাপত্তা বাহিনীকে নামিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু তাতে লাভ হবে না। মানুষ এর জবাব দেবে বলে হুঁশিয়ারি তাঁর। একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে তাঁর তোপ, ৫০ লক্ষ মানুষের চিঠি নিয়ে দিল্লি এসেছেন তারা, কিন্তু ভুক্তভোগী মানুষের জন্য কেন্দ্রের মন্ত্রীদের সময় নেই। এই প্রেক্ষিতেই তাঁর বিরাট প্রতিশ্রুতি, কেন্দ্র টাকা না দিলে আড়াই হাজার জব কার্ড হোল্ডারের প্রাপ্য টাকা দরকার হলে বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন দিয়ে মেটাবেন। 

বিজেপি শিবিরকে আরও আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আজ আন্দোলনের শেষ নয়। আজ থেকে আন্দোলনের শুরু। কেন্দ্রের কাছ থেকে তারা সুদ সমেত টাকা ফেরত নেবেন। পাশাপাশি এও জানান, এর পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক লক্ষ মানুষকে নিতে দিল্লিতে আসবেন তারা।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *