এবার অ্যাপ থেকে মোছা যাবে আরোগ্য সেতু অ্যাকাউন্ট, মুছবে তথ্যও

এবার অ্যাপ থেকে মোছা যাবে আরোগ্য সেতু অ্যাকাউন্ট, মুছবে তথ্যও

02fc9c30699c4b4a50735bba0c77ef07

নয়াদিল্লি: করোনা আক্রান্তদের উপর নজরদারি চালাতে চলতি বছর এপ্রিলের শুরুতেই আরোগ্য সেতু অ্যাপ নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার৷  ব্লুটুথ এবং জিপিএস-এর মাধ্যমে এই অ্যাপ ব্যবহারকারীদের গতিবিধির উপর নজর রাখা হয়। অবশেষে ভারত সরকারের কোভিড-১৯ ট্র্যাকার আরোগ্য সেতু  ইউজারদের অ্যাপ থেকে তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করা এবং তথ্য মুছে দেওয়ার সুযোগ দেওয়া হল৷ 

নতুন আপডেটে একটি বিকল্পও আনা হয়েছে৷ যার মাধ্যমে অন্যান্য হেলথ অ্যাপ্লিকেশনগুলির সঙ্গে আরোগ্য সেতুর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ভাগ করে নেওয়া যাবে৷ এই নতুন পরিবর্তনগুলি আপাতত শুধু অ্যানড্রয়েড ফোনেই পাওয়া যাবে৷ তবে খুব শীঘ্রই এই সুবিধা পাবেন আইওএস ইউজাররা৷ 

তৃতীয় কোনও অ্যাপসকে আপনার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দেওয়ার বিষয়টি খুঁজে পাওয়া যাবে ‘সেটিং’ এবং ‘অ্যাপ্রোভাল ফর আরোগ্য সেতু স্ট্যাটাস’ এর মধ্যে৷ পরীক্ষা করার পর অন্যান্য হেলথ অ্যাপগুলিকে আরোগ্য সেতু অ্যাপ থেকে আপনার তথ্য সংগ্রহ করতে দেবে৷  আরোগ্য সেতু অ্যাপ ডেভলপাররা সম্প্রতি একটি ফিচার যোগ করেছেন, যা আপনার ব্লুটুথ কনট্যাক্ট-এর উপর ভিত্তি করে ঝুঁকির মাত্রা নির্ধারণ করতে সাহায্য করবে৷ 

কিন্তু সবচেয়ে বড় আপডেটটি হল, এবার আরোগ্য সেতু অ্যাপ থেকে আপনার অ্যাকাউন্ট পাকাপাকিভাবে মুছে ফেলার অপশানটি থাকছে৷ মুছে ফেলা হবে আপনার যাবতীয় তথ্যও৷ তবে অবিলম্বে নয়৷ অ্যাকাউন্ট ডিলিট করার পর ৩০ দিন পর্যন্ত সরকারের সার্ভারে সংরক্ষিত থাকবে আপনার সমস্ত তথ্য৷ এক মাস পর এই তথ্য মুছে দেওয়া হবে৷ মনে রাখবেন, অ্যাকাউন্ট ডিলিট করার পর আপনার ফোন থেকে সমস্ত তথ্য মুছে গেলেও সরকারি সার্ভার থেকে তা মোছার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে৷ 

অ্যানড্রয়েড ব্যবহারকারীরা সেটিংস-এর মধ্যে পাবেন ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশানটি৷ অ্যাকাউন্ট মোছার সঙ্গে সঙ্গে আরোগ্য সেতু রেজিস্ট্রেশনও বাতিল হয়ে যাবে৷ প্রসঙ্গত, গত মে মাসে সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য আরোগ্য সেতু অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি, কোভিড-১৯ কনটেনমেন্ট জোনে যে সমস্ত মানুষ রয়েছেন, তাঁদের জন্যও এই অ্যাপ বাধ্যতামূলক করা হয়েছিল, যাতে তাঁদের গতিবিধির উপর নজরদারি চালানো যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *