পঞ্জাব ভোটের আগেই বড় ধাক্কা খেল বিজেপি, পুরভোটে ‘আপ’-এর উত্থান

পঞ্জাব ভোটের আগেই বড় ধাক্কা খেল বিজেপি, পুরভোটে ‘আপ’-এর উত্থান

370a28613792244b35ed9dec50689775

চণ্ডীগড়: আগামী বছর শুরুর দিকেই রয়েছে পঞ্জাব বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই পুরভোটে বড় ধাক্কা খেল বিজেপি। চণ্ডীগড় পুরভোটে বিজেপিকে টক্কর দিয়ে প্রথম স্থানে চলে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কোনও ভাবে দ্বিতীয় স্থান দখল করেছে গেরুয়া শিবির। পঞ্জাবের পুরভোটে প্রথমবার লড়াই করেই শিরোনামে চলে এসেছে কেজরিওয়ালের ‘আপ’, যা অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

জানা গিয়েছে, চণ্ডীগড় পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ড দখল করেছে আম আদমি পার্টি। এরপর রয়েছে বিজেপি, তারা পেয়েছে ১২টি আসন। কংগ্রেস পেয়েছে ৮ টি আসন এবং শিরোমনি অকালি দল পেয়েছে ১ টি আসন। তবে ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি কোনও দলই। তবে ভোটের এই ফল নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত আপ শীর্ষ নেতৃত্ব। তাদের কথায়, প্রথম পঞ্জাবে লড়াই করে তারা ভাল ফল করেছে। বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষ তাদের সঙ্গে আছে। আগামী নির্বাচনেও তারা ভাল ফল করবে বলেই আশাবাদী। উল্লেখ্য, চণ্ডীগড়ের প্রাক্তন বিজেপি মেয়র রবিকান্ত শর্মা এবং দাভেস মুদগিল দুজনেই পরাজিত হয়েছেন।

তবে অধিকাংশ রাজনৈতিক গবেষকরা মনে করছেন, ‘আপ’-এর এই জয় বিজেপির থেকে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের জন্য। একদিন অন্যান্য রাজ্যে তৃণমূল কংগ্রেস তাদের ঘর ভাঙার কাজ করেই চলেছে। অন্যদিকে পঞ্জাবের মতো কংগ্রেসি রাজ্যে পুরভোটে এইভাবে হার, সব মিলিয়ে ব্যাপকভাবে চাপ বাড়ছে হাত শিবিরের ওপর। এখন যা পরিস্থিতি তাতে একক লড়াইয়ে কংগ্রেস কতদূর কী করতে পারবে তা স্পষ্ট হচ্ছে না। বিজেপি ছাড়াও তাদের লড়তে হচ্ছে বাকি বিরোধীদের সঙ্গে। পঞ্জাবে এমনিতেই কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। অন্য রাজ্যেও দলের শীর্ষ নেতৃত্বের ওপর বেশি কেউ ভরসা করছে না বলেই প্রকাশ পাচ্ছে। সব মিলিয়ে বিজেপির থেকেও কঠিন জায়গায় রয়েছে তারা বলে অভিমত বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *