ফের ধাক্কা খেল ‘ইন্ডিয়া’! পঞ্জাবে লোকসভায় সব আসনে একা লড়ার বার্তা দিল আপ

ফের ধাক্কা খেল ‘ইন্ডিয়া’! পঞ্জাবে লোকসভায় সব আসনে একা লড়ার বার্তা দিল আপ

aap

কলকাতা: বাংলার পর পঞ্জাবেও জোটে জট৷ চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের হাত ধরেই লড়া করেছিল আপ৷ কিন্তু, লোকসভায় পঞ্জাবে জোটের সম্ভাবনা প্রায় উড়িয়েই দিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল। তিনি সাফ জানালেন, পঞ্জাবের সব আসনে একাই লড়বে আপ। শীঘ্র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

বিজেপি’র বিরুদ্ধে বিরোধী দলগুলি জোটবদ্ধ হলেও, বিভিন্ন রাজ্যে তা ধাক্কা খেয়েছে৷ ইতিমধ্যেই ‘ইন্ডিয়া’ জোট ছেড়ে ফের বিজেপির হাত ধরেছেন জেডিইউ নেতা নীতীশ কুমার৷ এনডিএ জোটে শামিল হওয়ার ইঙ্গিত দিয়েছেন আরএলডি নেতা জয়ন্ত চৌধরিও। এই আবহে পঞ্জাবেও বিরোধী জোটের জোটবদ্ধ হয়ে লড়াই করা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + seven =