মোদীর বাড়ি ঘেরাও কর্মসূচি, আপ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে ধুন্ধুমার রাজধানীতে

মোদীর বাড়ি ঘেরাও কর্মসূচি, আপ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে ধুন্ধুমার রাজধানীতে

কলকাতা: আবগারি কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও  কর্মসূচি নেয় আম আদমি পার্টি (আপ)র নেতা-কর্মীরা। সকাল ১০টা নাগাদ দলের সমর্থকদের পটেল চক এলাকায় জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে মিছিল করে তাঁরা রওনা হন প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে৷ অশান্তির আশঙ্কায় আগে থেকেই সতর্ক ছিল দিল্লি পুলিশ। তারা যে আপকে এই কর্মসূচির জন্য অনুমতি দেয়নি, সে কথা আগেই দিল্লি পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়৷  রাজধানীর বেশ কিছু জায়গায় ১৪৪ ধারাও জারি করা হয়। নির্ধারিত কর্মসূচি মেনে আপ সমর্থকেরা জমায়েত করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোতে শুরু করলেই, শুরু হয় হুলস্থূল৷ শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি৷ বেশ কয়েকজনকে আটক করে টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়।

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ দিল্লির পটেল চক মেট্রো স্টেশনের জড়ো হতে শুরু করে আপ সমর্থকেরা। পুলিশ মাইকিং করে জানায়, এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তাঁরা যেন ৫ মিনিটের মধ্যে জমায়েত সরিয়ে নেন। কিন্তু  বিক্ষোভকারীরা এলাকা ছাড়তে রাজি না হওয়ায় তাঁদের টেনেহিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *