আমি ‘রবিন হুড’ নই, আটার বস্তায় টাকা পাঠানোর গুজবে সরব আমির

আমি ‘রবিন হুড’ নই, আটার বস্তায় টাকা পাঠানোর গুজবে সরব আমির

মুম্বই:  লকডাউনে আর্থিক সংকটে পরা মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড সেলেবরা৷ নানা ভাবে সাহায্য করার চেষ্টা করছেন তাঁরা৷ এমন সময় জোর গুঞ্জন, আমির খান নাকি ট্রাক ভরে এক কিলো করে আটা পাঠাচ্ছেন, আর প্রতি বস্তায় গুঁজে দিচ্ছেন ১৫ হাজার টাকা! 

সোমবার এই গুজব খন্ডাতে ময়দানে নামেন মিস্টার পারফেকসনিস্ট৷ আমির বলেন, তিনি ‘রবিন হুড’ নন যে গমের বস্তায় টাকা ভরে বিলি করবেন৷  তিনি আরও বলেন, আমার নামে মিথ্যে রটানো হচ্ছে৷ আমি আটার বস্তায় করে টাকা পাঠানোর লোক নই। হয় এই খবর মিথ্যে, না হলে রবিন হুড নিজের নাম প্রকাশ্যে আনতে চান না। আপনারা নিজেদের খেয়াল রাখুন, লাভ ইউ৷ 

কিছুদিন আগে আমির খানকে নিয়ে টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়।  যেখানে বলা হয়েছিল আমির খান দিল্লির একটি বস্তি এলাকায় গরিবদের সাহায্যে আটার বস্তা পাঠিয়েছেন৷ ওই বস্তার মধ্যেই ছিল ১৫,০০০ টাকা। যাঁরা যাঁরা সেই আটার প্যাকেট নিয়েছিল তাঁরা প্যাকেট খুলে হতবাক হয়ে গিয়েছিল। এই ভিডিও নজর এড়ায়নি আমির খানেরও৷ এর পরই ভক্তদের ভুল ভাঙাতে সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি৷  

গত মাসে পিএম কেয়ার্স ফান্ড এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দিয়েছিলেন আমির৷ পাশাপাশি তাঁর আসন্ন ছবি ‘লাল সিন চাদ্দা’য় যাঁরা নিত্যদিনের কাজের ভিত্তিতে উপার্জন করেন, তাঁদেরও পাশেও দাঁড়িয়েছেন এই অভিনেতা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 8 =