আধার কার্ডে নাম-ঠিকানা ভুল? বদলাতে হলে ১৪ জুনের আগেই সেরে ফেলুন, জানুন কী ভাবে

আধার কার্ডে নাম-ঠিকানা ভুল? বদলাতে হলে ১৪ জুনের আগেই সেরে ফেলুন, জানুন কী ভাবে

 কলকাতা: আধার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি৷ কিন্তু আধার কার্ডে অনেক সময় নাম, ঠিকানা, কিংবা ভুল ফোন নম্বর সংযুক্ত হয়ে গেলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে৷ সেই ভুল সংশোধন করতে বিস্তর ছোটাছুটিও করতে হয়৷ কিন্তু জানেন কি বাড়িতে বসেই আধার কার্ডে থাকা ভুল সংশোধন করে ফেলা যায়? 

অনলাইন এবং অফলাইনে আধার কার্ডের ডেটা আপডেট করতে গেলে ৫০ টাকা ফি দিতে হয়। কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগে কেন্দ্রীয় সরকার সীমিত সময়ের জন্য নাগরিকদের তাদের আধার কার্ডের তথ্য বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে। আগামী ১৪ই জুনের মধ্যে সেরে ফেলুন সেই কাজ৷  যদিও তথ্য আপডেট করার ক্ষেত্রে কিছু শর্তও রয়েছে। কিন্তু, কী ভাবে আপডেটের কাজ করতে হবে?

কোথায় আধারের তথ্য আপডেট  করা যাবে?

* আপডেট করার জন্য সবার আগে ‘মাইআধার’ পোর্টালে’ (https://myaadhaar.uidai.gov.in/) যেতে হবে৷ সেখানে সম্পূর্ণ বিনামূল্যে তথ্য আপডেট করা যাবে। 
 

* আধারের অফিশিয়াল ওয়েবসাইট হল: https://uidai.gov.in/। সেখানে ‘আপডেট আধার’ বিভাগটি পাবেন। সেখানে ‘প্রসেস টু আপডেট’ নামে  একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করতে হবে।

* এর পর সেখানে আপনার আধার নম্বরটি দিন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটিও দিন।

* এর পর নতুন একটি পাতা খুলে যাবে। নতুন পাতায় গিয়ে আপনার নাম, বয়স, ইমেল ইত্যাদি পাল্টাতে পারবেন। নামের প্রমাণ হিসেবে রেশন কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারবেন।

* এর পরে আপনার মোবাইলে ফের একটি ওটিপি পাঠানো হবে। সেটি দিলেই কাজ শেষ।

তবে মনে রাখবেন, আধারের ওয়েবসাইটে গিয়ে মাত্র দু’বার নাম সংশোধন করা যাবে৷ ফলে তথ্য দেওয়ার সময় ঠান্ডা মাথায় কাজটি করতে হবে। এছাড়া আধারের ওয়েবসাইটে জন্ম তারিখ সংশোধন করা যায় মাত্র একবার। এর জন্য প্রথমে আধারের ‘সেল্ফ সার্ভিস আপডেট পোর্টাল’-এ ক্লিক করুন। সেখানে ১২ সংখ্যার আধার নম্বর দিন। মোবাইলে ওটিপি আসার পর সেটি পুট করুন৷ এর পর পাল্টে নিন জন্ম তারিখ৷