ভোটার কার্ডের সঙ্গে আধার সংযোগ, বড় ঘোষণা কেন্দ্রের

নাগরিক আইন ও এনআরসির আতঙ্কে যখন পুড়ছে গোটা দেশ, ঠিক তখনই আধারের সঙ্গে ভোটার কার্ড সংযোগ সংক্রান্ত বড় ঘোষণা করল কেন্দ্র৷ 

নয়াদিল্লি: নাগরিক আইন ও এনআরসির আতঙ্কে যখন পুড়ছে গোটা দেশ, ঠিক তখনই আধারের সঙ্গে ভোটার কার্ড সংযোগ সংক্রান্ত বড় ঘোষণা করল কেন্দ্র৷ 

আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করানোর বিষয়ে এবার সরাসরি সম্মতি দিল কেন্দ্রীয় আইন মন্ত্রক৷ তবে এই বিষয়ে কয়েকটি সর্তকতা অবলম্বন করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ পাঠিয়েছে আইনমন্ত্রক৷ আইন মন্ত্রকের নির্দেশের জবাবে কী কী সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে, ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷ ইলেক্টোরাল রোল ডেটাবেজ কোনভাবেই আধার ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করবে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশন৷

গত বছর কেন্দ্রীয় আইন মন্ত্রককে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে রিপ্রেজেনটেশন অফ দা পিপল অ্যাক্ট ১৯৫০ ও আধার অ্যাক্ট ২০১৬-তে সংশোধনীর প্রস্তাব আনে৷ সেই সংশোধনী কার্যকর হলে ভোটার তালিকায় নাম তোলা ক্ষেত্রে ভোটার তালিকায় থাকা ভোটারদের  আধার নম্বর চাইতে পারে৷ তবে, আধার নম্বর না জানালেও ভোটার তালিকায় নাম তোলা যাবে৷  আধার নম্বর না থাকলেও কোনও সমস্যা হবে না বলেও জানানো হয়েছে৷ আধারে দেওয়া তথ্য থেকে ভোটারদের চিহ্নিত করা সম্ভব হবে বলেও জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 8 =