নয়াদিল্লি: প্রবেশী নেপাল ও ভুটানে ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড৷১৫ বছরের কম ও ৬৫ বছরের উর্দ্ধের ব্যক্তিদের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার নির্দেশ জারি স্বরাষ্ট্রমন্ত্রকের৷
বাকিদের ক্ষেত্রে এই নিয়োম কার্যকর হবে না বলেও জানানো হয়েছে৷ সাধারণ নাগরিকের ক্ষেত্রে নেপাল ও ভুটান ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হয় না৷ শুধুমাত্র পাসপোর্ট কিংবা সরকারি কোনও পরিচয়পত্র দেখালেই শর্তসাপেক্ষে ভ্রমণের অনুমতি মিলত৷ এবার সেই তালিকায় সংযোজিত হয়েছে আধার কার্ডও৷