আধার কার্ড থাকলেই ৪ লক্ষ টাকা দেবে LIC, চালু নয়া পলিসি

আধার কার্ড থাকলেই ৪ লক্ষ টাকা দেবে LIC, চালু নয়া পলিসি

নয়াদিল্লি: ভারতীয় জীবন বিমা নিগম তার গ্রাহকদের জন্য একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুবিধা দিয়ে থাকে৷ এই প্রকল্প বা স্কিমের প্রিমিয়ামও অনেক কম৷ এর মধ্যে অন্যতম হল আধার স্তম্ভ প্ল্যান (প্ল্যান-৮৪৩)৷ এই প্ল্যানটি বিশেষ করে আধার কার্ড হোল্ডার পুরুষদের জন্য তৈরি করা হয়েছে৷ এই স্কিম ম্যাচিউর হওয়ার পর পলিসি হোল্ডাররা প্রায় ৪ লক্ষ টাকা পেতে পারেন৷ পাশাপাশি এই প্ল্যান গ্রহণ করলে, পলিসি হোল্ডার ডেথ বেনিফিটও পাবেন৷ 

সেবি’র বিশেষজ্ঞ জিতেন্দ্র সোলাঙ্কি বলেন, ‘‘এলআইসি’র আধার স্তম্ভ একটি ইনসুরেন্স পলিসি৷ যা জীবন নিরাপত্তা এবং সঞ্চয় উভয়েরই সুবিধা দিয়ে থাকে৷ এই প্ল্যান শুধুমাত্র পুরুষদের জন্যই আনা হয়েছে৷ তবে এই প্ল্যানের সুবিধা পেতে চাইলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক৷ এই পলিসির সুবিধা হল, মেয়াদ শেষ হওয়ার আগেই পলিসি হোল্ডারের মৃত্যু হলে, তাঁর নমিনি ডেথ বেনিফিট পেয়ে যাবেন৷’’ 

এটি পলিসিটি আধার স্তম্ভ বা প্ল্যান ৮৪৩ নামে পরিচিত৷ এই প্ল্যানে পলিসি হোল্ডাররা পাবেন ডেথ ও ম্যাচিউরিটি বেনিফিট৷ এটা একটি নন লিঙ্কড প্রফিট এনডাউমেন্ট অ্যাসিউরেন্স লাইফ ইনস্যুরেন্স প্ল্যান৷ অর্থাৎ এই পলিসির মেয়াদ ফুরনোর আগেই পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর নমিনি ডেথ বেনিফিট পেয়ে যাবেন৷ বেঁচে থাকলে ম্যাচিউরিটির সময় বড় অংকের টাকা পাবেন পলিসি হোল্ডার৷

আধারকার্ড রয়েছে এমন ৮ বছরের বালক থেকে ৫৫ বছরের বৃদ্ধ এই পলিসি কিনতে পারেন৷ প্ল্যান ম্যাচিউর হওয়ার সময় পলিসি হোল্ডারের বয়স ৭০ বছরের বেশি হলে চলবে না৷ এই পলিসি ১০ থেকে ২০ বছরের জন্য নেওয়া যেতে পারে৷ যেদিন থেকে পলিসি নেবেন সেদিন থেকেই রিস্ক কভারেজ শুরু হয়ে যাবে৷ ২০ বছর ইনভেস্ট করার পর ম্যাচিউরিটি মানি হিসাবে ৩.৯৭ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন পলিসি হোল্ডার৷ সেক্ষেত্রে এলআইসি ম্যাচিউরিটি ক্যালকুলেটর অনুযায়ী বছরে দিতে হবে ১০,৩১৪ টাকা৷ এই প্রিমিয়াম প্রতিদিন, মাসে, ত্রৈমাসিক, ছ’মাসে বা বার্ষিক হিসেবে দেওয়ার সুবিধা রয়েছে ৷ মোট ইনভেস্টমেন্টের উপর বছরে ৪.৫ শতাংশ হিসেবে রিটার্ন মিলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =