গৃহস্থের এলপিজি সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার! জোরা হবে আধার নম্বর ও বায়োমেট্রিক

নয়াদিল্লি: গৃহস্থের হেঁশেলে ব্যবহৃত রান্নার গ্যাস বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে৷ সেই অভিযোগের সুরাহা করতে গ্রাহকদের আধার কার্ড নম্বর ও…

gas adhar

নয়াদিল্লি: গৃহস্থের হেঁশেলে ব্যবহৃত রান্নার গ্যাস বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে৷ সেই অভিযোগের সুরাহা করতে গ্রাহকদের আধার কার্ড নম্বর ও বায়োমেট্রিক যুক্ত করার কাজ শুরু করে দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক।

এই সমস্যা মোকাবিলায় গ্রাহকদের আধার কার্ড নম্বর-সহ বায়োমেট্রিক যুক্ত করার কাজ হচ্ছে। সব তথ্য হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করবে পেট্রোলিয়াম মন্ত্রক। যদিও ভর্তুকি পাওয়া উপভোক্তাদের এমনিতেই এলপিজি সংযোগের সঙ্গে আধার সংযুক্ত রয়েছে। তবে এলপিজির ব্যবহার কোথায় কী ভাবে হচ্ছে, তা কৌশলে জানতেই তার সঙ্গে বায়োমেট্রিক যুক্ত করা হচ্ছে। যাবতীয় তথ্য হাতে এলে প্রযুক্তি কাজে লাগিয়ে তা জানা অনেক সহজ হবে। তবে কোনও গ্রাহক যদি সিলিন্ডার-পিছু ১৯ টাকা ভর্তুকি ছেড়ে দেন (ডিস্ট্রিবিউটরদের তা জানাতে হবে ‘গিভ আপ’ ফর্ম ভর্তি করে), তা হলে সংশ্লিষ্ট গ্রাহকের বায়োমেট্রিক করানো বাধ্যতামূলক নয় বলেই অনেকে জানাচ্ছেন।