করোনার আঁচ এখনও লাগেনি গুজরাতের এই গ্রামে! কীভাবে জানেন?

করোনার আঁচ এখনও লাগেনি গুজরাতের এই গ্রামে! কীভাবে জানেন?

 
আমেদাবাদ: করোনার আগুনে যখন পুড়ছে গোটা দেশ, তখন এমন একটি জায়গার খোঁজ মিলল যেখানে তার আঁচও লাগেনি৷ এই গ্রামের নাম শিয়াল বেট৷ গুজরাতের আমরেলি জেলার অন্তর্গত এই শিয়াল বেট গ্রাম৷

করোনার ভয়াল গ্রাসে দেশের সব প্রান্তই কম বেশি ডুবে যাচ্ছে৷ করোনার দ্বিতীয় ঢেউ ব্যাপকভাবে আছড়ে পড়েছে গুজরাতেও৷ এই রাজ্যের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক৷ গুজরাতের নতুন করে দৈনিক সংক্রমণ প্রায় ৬ হাজার ছুঁয়েছে৷ শহর থেকে গ্রাম, সর্বত্রই নতুন নতুন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে৷ কিন্তু এর মধ্যেও গুজরাতের এমন একটি গ্রামের সন্ধান পাওয়া গিয়েছে, যেখানে এখনও পর্যন্ত একজনও করোনা আক্রান্ত হননি৷ ভারতে করোনা নামক অতিমারি শুরু হওয়ার পর এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে, অথচ এখনও পর্যন্ত এই গ্রামের কোনও বাসিন্দা করোনায় আক্রান্ত হননি৷ আপাতত এই গ্রামে ঝড়ের গতিতে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে৷

শিয়াল বেট নামে এই গ্রামে পৌঁছনোর একমাত্র যানবাহন নৌকা৷ কারণ জলপথেই সেখানে পৌঁছতে হয়৷ আসলে আরব সাগরের মধ্যে একটি দ্বীপে শিয়াল বেট গ্রামটি অবস্থিত৷ সমুদ্রের লবণাক্ত জলের পাশাপাশি মিষ্টি জলরাশি দিয়েও ঘেরা রয়েছে শিয়াল বেট গ্রাম৷ এই গ্রামে পৌঁছতে গেলে পিপাভাবের একটি বেসরকারি জেটি থেকে নৌকায় করে পৌঁছতে হয়৷ গ্রামবাসীরা তো বটেই, স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও এই জেটি থেকেই বিশেষ এক ধরনের নৌকায় করে গ্রামে পৌঁছন৷ শিয়াল বেট গ্রামের প্রধান হামিরভাই শিয়ালও জানিয়েছেন, এক বছর পেরিয়ে গেলেও এখনও কেউ করোনা আক্রান্ত হননি৷ এখন গ্রামবাসীদের করোনার টিকা দেওয়া হচ্ছে৷ এখনও পর্যন্ত গ্রামের প্রায় ৫০০ জন বাসিন্দা টিকা নিয়ে নিয়েছেন৷ গ্রামের প্রধান জানিয়েছেন, কাজ ছাড়া কোনও বাসিন্দাই শিয়াল বেট গ্রামের বাইরে যান না৷

উল্লেখ্য, করোনা নামক অতিমারিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ তাতে অবশ্যই আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে৷ তবে এই শিয়াল বেট গ্রামের খবর সেখানে একটু হলেও স্বস্তির হাওয়া বয়ে আনবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =