ভুল পিৎজা ডেলিভারির ক্ষতিপূরণ এক কোটি টাকা! হ্যাঁ, এটাও হয়!

ভুল পিৎজা ডেলিভারির ক্ষতিপূরণ এক কোটি টাকা! হ্যাঁ, এটাও হয়!

গাজিয়াবাদ: ভুল পিৎজা ডেলিভারির ক্ষতিপূরণ এক কোটি টাকা! শুনে চোখ কপালে উঠলেও, এমনটাই ঘটতে চলেছে৷

গাজিয়াবাদের বাসিন্দা দীপালি ত্যাগি অর্ডার করেছিলেন নিরামিষ পিৎজা৷ কিন্তু অভিযোগ, তাঁকে ডেলিভারি দেওয়া হয় আমিষ পিৎজা। আর ডেলিভারির এই ভুল থেকেই আমেরিকান পিৎজা কোম্পানিকে এখন ক্ষতিপূরণ দিতে হতে পারে এক কোটি টাকা। আমিষ পিৎজা ডেলিভারি হয়েছে দেখেই রেগে যান দীপালিদেবী। তিনি জানান, তাঁরা নিরামিষাশী এবং বাড়িতে হঠাৎ করে আমিষ পিৎজা এসে পড়ায় তাঁদের ধর্মীয় বিশ্বাসে আঘাত লেগেছে। আমিষ খাওয়া তাঁদের কাছে পাপ। এই ঘটনায় শারীরিক এবং মানসিকভাবে তিনি ভেঙে পড়েন।

এমনকী তিনি ক্রেতা সুরক্ষা আদালতের দারস্থ হন। তাঁদের আইনজীবী ফারহাত ওয়ারসি আদালতে সংশ্লিষ্ট আমেরিকান পিৎজা কোম্পানির বিরুদ্ধে এক কোটি টাকার মামলা দায়ের করেন। নিরামিষ পিৎজা অর্ডার দেওয়া হলেও, কেন আমিষ পিৎজা ডেলিভারি দেওয়া হল এই অভিযোগ শোনার পর পিৎজা কোম্পানির কাছে লিখিত জবাব চেয়েছে আদালত।

সামনেই দোল৷ প্রসঙ্গত, এই ঘটনাটিও ঘটেছিল এক দোলের দিন৷ দিনটি ছিল ২০১৯ সালের ২১ মার্চ৷ দীপালি ত্যাগি জানান, দোলের দিন বাড়িতে ছেলেমেয়েরা রং খেলে ক্লান্ত হয়ে পড়েছিল এবং তাঁদের খিদে পেয়েছিল বলেই নিরামিষ পিৎজা অর্ডার করা হয়। ৩০ মিনিটের মধ্যে পিৎজাটি ডেলিভারি দেওয়ার কথা থাকলেও, তা বেশ কিছুক্ষণ পরে এসে পৌঁছেছিল। তারপর পিৎজার বাক্সটি খুলে বাচ্চারা খেতে আরম্ভ করলে বোঝা যায়, সেটা আসলে নিরামিষ পিৎজা নয়। আমিষ পিৎজা পাঠিয়েছে সংস্থাটি।

তারপর দীপালি ত্যাগি পিৎজা কোম্পানির কাছে প্রথমে অভিযোগ জানালেও, কোম্পানির তরফে এই বিষয়টি গুরত্ব দিয়ে দেখা হয়নি বলেও অভিযোগ। ফলে বাধ্য হয়ে ক্রেতা সুরক্ষা আদালতের দারস্থ হন তিনি। এই মামলার পরবর্তী শুনানি ১৭ মার্চ। সেখানে পিৎজা কোম্পানির থেকে যে জবাব চাওয়া হয়েছে, তাতে আদালত সন্তুষ্ট না হলে এবং মামলাটিতে কোম্পানিটি হেরে গেলে এক কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 7 =