দেশজুড়ে জাল ছড়িয়েছে ১২৫ জেএমবি জঙ্গি, সতর্কতা এনআইএ’র

নয়াদিল্লি: বাড়ছে জেএমবি জঙ্গি গোষ্ঠীদের তৎপরতা৷ দেশজুড়ে ছড়িয়ে আছে তার জাল৷ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে৷ চলছে জঙ্গি কার্যকলাপ৷ বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ১২৫ জন জেএমবি জঙ্গি ঢুকে পড়েছে৷ সোমবার রাজধানীতে এসটিএফ এবং এসটিএসের বৈঠকে এমনই তথ্য তুলে ধরেছে এনআইএ৷ ওই তালিকা ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে তুলে দেওয়া হচ্ছে বলে খবর৷ জানা গিয়েছে, জেএমবি জঙ্গিদের

নয়াদিল্লি: বাড়ছে জেএমবি জঙ্গি গোষ্ঠীদের তৎপরতা৷ দেশজুড়ে ছড়িয়ে আছে তার জাল৷ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে৷ চলছে জঙ্গি কার্যকলাপ৷ বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ১২৫ জন জেএমবি জঙ্গি ঢুকে পড়েছে৷ সোমবার রাজধানীতে এসটিএফ এবং এসটিএসের বৈঠকে এমনই তথ্য তুলে ধরেছে এনআইএ৷ ওই তালিকা ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে তুলে দেওয়া হচ্ছে বলে খবর৷

জানা গিয়েছে, জেএমবি জঙ্গিদের তৎপরতা ঠেকাতে ইতিমধ্যেই সমস্ত রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বার্তা দেওয়া হয়েছে৷ একইসঙ্গে জেএমবি কার্যকলাপের কোনরকম খবরা-খবর থাকলে তা অবিলম্বে জানাতে এনআইকে নির্দেশ দেওয়া হয়েছে৷ এনআইএর ডিজি জানিয়েছেন, দেশের একাধিক রাজ্যে জাল বিস্তার করেছে৷ বাংলাদেশের জঙ্গি সংগঠন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহার, ঝাড়খন্ড-সহ একাধিক রাজ্যে তৎপরতা লক্ষ্য করা গিয়েছে৷ আর সেই কারণে এই সমস্ত রাজ্যের উপর বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷

এনআইএ জানতে পেরেছে, মূলত দক্ষিণ ভারতে জেএমবির ঘাঁটি গড়ে উঠেছে৷ একাধিক মডিউল তৈরির কাজ চলছে সেখানে৷ রাজমিস্ত্রির কাজের আড়ালে চলছে এই সমস্ত জঙ্গি কার্যকলাপ৷ বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এই দেশে নথিপত্র তৈরি করে জঙ্গি প্রশিক্ষণ চলছে বলেও দাবি করা হয়েছে এনআইএ৷ এই নিয়ে শুরু হয়েছে উদ্বেগ৷ জেএমবি জঙ্গিদের হাতে কীভাবে টাকা আসছে? ওই টাকা কারা যোগান দিচ্ছে সে বিষয়ে নজরদারি শুরু করেছে গোয়েন্দারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =