Aajbikel

ট্রেন সফরের মাঝে আচমকাই ঝাঁকুনি, কেঁপে উঠল কামরা! নেটমাধ্যমে ভাইরাল ভিডিও

 | 
করমণ্ডল দুর্ঘটনা

২ রা জুন, তিন দশকের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। ওডিশার বালেশ্বরে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। ভয়াবহ ট্রেন বিপর্যয় এক লহমায় কেড়ে নিয়েছে তিনশোর কাছাকাছি প্রাণ। আহত এক হাজারেরও বেশি। দুর্ঘটনার কারণ খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। দুর্ঘটনার দিন বাহানাগা স্টেশনে কর্মরত রেলকর্মীদের বয়ান রেকর্ড করেছেন তাঁরা। খতিয়ে দেখা হয়েছে রিলে রুম। এরই মধ্যে সামনে এল দুর্ঘটনার আগের মুহূর্তের ভিডিয়ো…

যে সময় দু্র্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস, কেমন ছিল সেই মুহূর্ত? তারই কয়েক সেকেন্ড ধরা পড়েছে ওই ভিডিয়োয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ট্রেনের কামরার মেঝে পরিষ্কার করছেন এক সাফাই কর্মী। যাত্রীদের কেউ বসে, কেউ আবার শুয়ে রয়েছেন। এমন সময় হঠাৎ কেঁপে উঠল ট্রেনের কামরা… নিভে গেল কামরার আলো… মাঝে মধ্যেই আলোর ঝলকানি। প্রাণ ভয়ে চিৎকার করছেন যাত্রীরা… তারপরই সব কিছু অন্ধকার। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে এই ভিডিওটি করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার দিনের। দুর্ঘটনা ঘটার কিছু মুহূর্তের আগের ভিডিও সেটি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল। 

ভিডিয়োর সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে এই ভিডিও। নেটিজেনদের কেউ কেউ ভিডিওটিকে জাল বলে উল্লেখ করলেও অনেকের অনুমান, ট্রেন পরিচ্ছন্ন রাখার অভিযান হিসেবে ভিডিয়োটি শ্যুট করা হচ্ছিল সম্ভবত। আর তখনই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার অভিঘাতে সম্ভবত সংশ্লিষ্ট ব্যক্তির হাত থেকে পড়ে যায় মোবাইল ফোনটি। তাই ভিডিয়োতে আর তেমন কিছু দেখা না গেলেও যাত্রীদের আর্ত-চিৎকার ধরা পড়়েছে…

ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ির উপরে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন। রেল লাইনের উপর খেলনা গাড়ির মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরা… দুমড়ে মুচড়ে যায় কামরা। কোনওটা একটার উপর আরেকটা উঠে যায়... ছিন্ন ভিন্ন দেহ,  সারি সারি লাশের ছবি দেখে শিউরে ওঠে গোটা দেশ। এখনও বহু মৃতদেহ সনাক্ত করা যায় নি।  সেইসব বেওয়ারিশ মৃতদেহ সনাক্তকরণের জন্য সাহায্য চেয়ে প্রতিদিন সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে রেল… যা আরও এক মনে করিয়ে দিচ্ছে অভিশপ্ত সেই সন্ধের কথা…   

Around The Web

Trending News

You May like