‘গো-মাতা’র রোগ নিরাময়ে ১৩০০০ কোটি টাকার প্রকল্প চালু কেন্দ্রের

লখনউ: পোলিও টিকাকরণের ধাঁচে এবার দেশজুড়ে গবাদি পশুর রোগ নিরাময়ের লক্ষ্যে মাঠে নামল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ আজ যোগীর রাজ্যে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে গবাদি পশুর রোগ মুক্তির প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০১৪ নির্বাচনে বিপুল জয়ের পর দেশীয় গোরুর প্রজনন বাড়াতে রাষ্ট্রীয় গোকুল মিশনের উদ্যোগ নিয়েছিল কেন্দ্র নরেন্দ্র মোদি সরকার৷ এবার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার

‘গো-মাতা’র রোগ নিরাময়ে ১৩০০০ কোটি টাকার প্রকল্প চালু কেন্দ্রের

লখনউ: পোলিও টিকাকরণের ধাঁচে এবার দেশজুড়ে গবাদি পশুর রোগ নিরাময়ের লক্ষ্যে মাঠে নামল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ আজ যোগীর রাজ্যে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে গবাদি পশুর রোগ মুক্তির প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

২০১৪ নির্বাচনে বিপুল জয়ের পর দেশীয় গোরুর প্রজনন বাড়াতে রাষ্ট্রীয় গোকুল মিশনের উদ্যোগ নিয়েছিল কেন্দ্র নরেন্দ্র মোদি সরকার৷ এবার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর গবাদি পশুর রোগ নির্মূল করার লক্ষ্যে নয়া প্রকল্পের সূচনা কেন্দ্রের৷ গোরু, ছাগল, শুকর-সহ বিভিন্ন গবাদি পশুর রোগ নির্মূলের জন্য আগামী পাঁচ বছরে ১৩ হাজার ৩৪ কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার৷

পশু কল্যাণ যোজনার মাধ্যমে দেশের সমস্ত গবাদিপশু ও তাদের স্বাস্থ্য ফিরিয়ে আনার লক্ষ্যেই এই মিশন বলে জানানো হয়েছে৷ ২০১৪ সালে প্রায় ১২ হাজার কোটি টাকা খরচে রাষ্ট্রীয় গোকুল মিশন প্রকল্প রচনা করা হয়েছিল৷ এবারের নয়া প্রকল্পে আরও এক হাজার কোটি টাকা বাড়িয়ে নয়া ব্যবস্থা মোদি সরকারের৷

জানা গিয়েছে, রাজ্য সরকারকে এই খাতে ৪০ শতাংশ টাকা দিতে হবে৷ বাকিটা বহণ করবে কেন্দ্র৷ আগামী ছয় মাসের মধ্যে গবাদি পশুর রোগ নিয়ন্ত্রণ ও ২০৩০ সালের মধ্যে দুধ উৎপাদন বাড়ানো সহ মাংস উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে কেন্দ্রের সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − five =