সুখবর! স্বাস্থ্যবিমার আওতায় আরও একঝাঁক অসুখ! মিলবে বাড়তি সুবিধা, নয়া গাইডলাইন

সুখবর! স্বাস্থ্যবিমার আওতায় আরও একঝাঁক অসুখ! মিলবে বাড়তি সুবিধা, নয়া গাইডলাইন

 

নয়াদিল্লি: করোনা মহামারীর আবহে রাতারাতি বেড়ে গিয়েছে স্বাস্থ্যবিমার চাহিদা৷ বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে এবার বদলে যাচ্ছে স্বাস্থ্যবিমা গাইডলাইন৷ আগামী মাস থেকেই কার্যকর হচ্চে নয়া ব্যবস্থা৷ আসছে একঝাঁক পরিবর্তন৷

বিমা গ্রাহকদের সুসংবাদ দিয়ে এবার আরও একঝাঁক অসুখ স্বাস্থ্যবিমার আওতাভুক্ত হতে চলেছে৷ এতদিন যে সমস্ত রোগের ক্ষেত্রে বিমার সুবিধা পাওয়া যেত না, তাও এবার আসছে স্বাস্থ্যবিমার আওতায়৷ ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে একাধিক বিমা সংস্থা৷ সেখানে বেশ কিছু রোগের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে৷

এতদিন মানসিক রোগ থেকে শুরু করে বয়সজনিত অসুস্থতা, লাইফস্টাইল ডিজিজকে বিমার আওতায় ছিল না৷ কিন্তু, আগামী মাস থেকে মানসিক, বয়সজনিত রোগ ও লাইফস্টাইল ডিজিজকে এই প্রথম বিমার আওতায় আনা হচ্ছে৷ একই সঙ্গে নিউরোডেভেলপমেন্ট ডিসঅর্ডার থেকে শুরু করে জেনেটিক অসুস্থতা, মেনাপজজনিত উপসর্গ, পিউবার্টিকেও বিমার আওতায় আনা হচ্ছে৷ চোখের কিছু সার্জারি থেকে হাঁটুর সমস্যা এবং অপারেশনও থাকবে নতুন বিমার তালিকায়৷ এমনকি, কর্মস্থলের দূষণজনিত কারণে তৈরি হওয়া অসুস্থতা, শ্বাসকষ্ট, চর্মরোগের মতো অসুস্থতাকেও বিমার অধীনে আনা হচ্ছে৷

ইনসিওরেন্স রেগুলেটরির পক্ষ থেকে নয়া গাইডলাইন প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে চালু হবে নতুন নিয়ম৷ পুরোনো হোক কিংবা নতুন বিমার ক্ষেত্রেও নয়া নির্দেশিকা কার্যকর হবে বলে জানিয়েছে ইনসিওরেন্স রেগুলেটরি৷ সাধারণ নিয়মে সরাসরি রোগের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কিছু টার্ম ব্যবহার করে বিমা প্রদানকারী সংস্থা৷ সেই টার্মের অধীনে যে সমস্ত রোগগুলি অন্তর্ভুক্ত হয়, সেগুলিকে বাদ দেওয়া হয় বিমার আওতা থেকে৷ বিমা নিয়ন্ত্রক সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোন কোন রোগকে তারা বিমার অধীনে রাখতে নারাজ সেগুলি উল্লেখ করে টার্ম অনুযায়ী ব্যাখ্যা দিতে হবে৷ স্পষ্টভাবে বলতে হবে, কেন ওই রোগ বিমার অন্তর্ভুক্ত করা যাবে না৷  এছাড়াও বিমা নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে, কোনও গ্রাহক একটানা ৮ বছর প্রিমিয়াম জমা দেওয়ার পর বিমা প্রদানকারী সংস্থা নবম বর্ষ থেকে কোনও ‘ক্লেইম’ প্রত্যাখ্যান করতে পারবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + sixteen =