৬টি রাজ্য, ২৭০০ কিমি পথ পেরিয়ে অসুস্থ ছেলের কাছে পৌঁছলেন মা

গুরুতর অসুস্থ ছেলের সঙ্গে দেখা করতে লকডাউনের বাধা পেরিয়ে ২,৭০০ কিলোমিটার পথ সফর করলেন ৫০ বছরের এক মহিলা৷ ছয় রাজ্য পেরিয়ে পৌঁছলেন ছেলের কাছে৷ 

কোট্টায়ম:  গুরুতর অসুস্থ ছেলের সঙ্গে দেখা করতে লকডাউনের বাধা পেরিয়ে ২,৭০০ কিলোমিটার পথ সফর করলেন ৫০ বছরের এক মহিলা৷ ছয় রাজ্য পেরিয়ে পৌঁছলেন ছেলের কাছে৷ 

ওই মহিলার ছেলে একজন বিএসএফ জওয়ান৷ নাম অরুণ কুমার৷ ফেব্রুয়ারি মাসে ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনি৷ যোধপুরে ফিরে কাজে যোগ দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ২৯ বছরের অরুণ৷ পেশীর জটিল অসুখ মায়োসাইটিসের ভুগছেন তিনি৷ হাসপাতালে মা ও স্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন ওই জওয়ান৷ এর পরই যোধপুর এইমস-এর মালয়ালি চিকিৎসক অরুণের মা শীলাম্মা ভাসানকে ফোন করে বিষয়টি জানান৷ তৎক্ষণাৎ তিনি ছেলের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন৷ ১ বছরের নাতিকে গ্রামে রেখেই পুত্রবধূ পার্বতী ও এক আত্মীয়কে সঙ্গে নিয়ে যোধপুরের উদ্দেশ্যে রওনা দেন৷ কেরল থেকে যাত্রা শুরু করে তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাত পেরিয়ে রাজস্থানে পৌঁছন তাঁরা৷ 

ভাসান জানান, তাঁদের এই সফরে সাহায্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণ, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দফতর ও কংগ্রেস নেতা উমেন চাণ্ডি। ৬ রাজ্য পেরিয়ে যাওয়ার ছাড়পত্রের ব্যবস্থা করে দেন তাঁরা। বিশ্ব হিন্দু পরিষদের স্বেচ্ছাসেবকরা তাঁদের জন্য বিনা মূল্যে একটি ট্যাক্সি ও দু’জন ট্যাক্সি চালক জোগাড় করে দেন।  কোট্টায়াম জেলা শাসক পিকে সুধীর বাবু পাসের ব্যবস্থা করার পর ১১ এপ্রিল করুথুডু গ্রামপঞ্চায়েতের পানাক্কাচিরা গ্রাম থেকে রওনা দেন শিলাম্মা৷ যোধপুর পৌঁছন ১৪ এপ্রিল৷ সেদিন ছিল মালয়ালম নববর্ষ৷ 

শীলাম্মা জানিয়েছেন, তাঁর ছেলের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, ঈশ্বরের কৃপায় কোনও সমস্যা ছাড়াই যোধপুর পৌঁছে গিয়েছেন তাঁরা। অন্যদিকে, বাইকে ১৪০০ কিলোমিটার পথ পেরিয়ে লকডাউনের মধ্যে অন্ধ্র প্রদেশে আটকে পড়া ছেলেকে বাড়ি ফিরিয়ে আনলেন তেলঙ্গানার এক মহিলা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =