মেঘালয়:একমাস পর অবশেষে মিলল মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের কয়লা খাদানে আটকে পড়া এক খনি মজুরের নিথর দেহ। বৃহস্পতিবার সকালে উদ্ধার কাজ চালানোর সময় প্রায় ২০০ মিটার নিচে ভারতীয় নৌসেনার ডাইভাররা খুঁজে পান ওই মৃতদেহ।
গভীর জলে নিখোঁজ হওয়া ১৫ জন খনি মজুরের সন্ধানে ভারতীয় নৌসেনা অবশেষে অত্যাধুনিক আর ও ভি যন্ত্র ব্যবহার করছে, উদ্ধার কাজে পাঁচটি আর ও ভি যন্ত্র লাগানো হয়েছে। গভীর জলের জন্য উদ্ধারকার্য এখনও ধীর গতিতে চলছে। কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পাম্পের সাহায্যে নিষ্কাশন চললেও এখনও পর্যন্ত জলতল অপরিবর্তিত।