‘ইন্ডিয়া’ আলোচনার টেবিলে বসার আগেই দিল্লিতে একান্ত বৈঠকে রাহুল-অভিষেক, কী কথা হল দু’জনার

‘ইন্ডিয়া’ আলোচনার টেবিলে বসার আগেই দিল্লিতে একান্ত বৈঠকে রাহুল-অভিষেক, কী কথা হল দু’জনার

meeting

নয়াদিল্লি: বৃহস্পতিবার সন্ধ্যায় বাণিজ্যনগরী মুম্বইয়ে বসবে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক৷ তার আগে রাজধানী দিল্লিতে বৈঠক করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ প্রায় এক ঘণ্টা একান্তে কথা বলেন দুই সাংসদ। রাজনীতির দুনিয়ার কুশিলবদের কাছে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ৷ তবে কংগ্রেস ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বাদে কেউই এই বৈঠক সম্পর্কে অবহিত নন। রাহুল ও  অভিষেকও এই বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এই বৈঠক নিয়ে বিজেপির প্রতিক্রিয়াও মেলেনি।

এদিকে, আজ সন্ধ্যায় মুম্বইয়ে বসতে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক। শুক্রবারও বৈঠক চলবে। সোনিয়া-রাহুল, মমতা-অভিষেক ছাড়াও অন্যান্য দলের শীর্ষ নেতৃত্বরা দু’দিন ব্যাপী এই বৈঠকে হাজির থাকবেন। তার আগে রাহুল ও অভিষেকের বৈঠক জাতীয় রাজনীতিতে অন্য মাত্রা যোগ করল।

প্রসঙ্গত, এর আগেও কিন্তু রাহুল ও অভিষেকের মধ্যে সাক্ষাৎ হয়েছে৷ তবে একান্তে তাঁদের মধ্যে কথা হয়নি কখনও। রাজীব গান্ধীর জমা থেকেই সোনিয়ার সঙ্গে হৃদ্যতা মমতার৷ কিন্তু, মাস কয়েক আগে পর্যন্ত রাহুলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বিশেষ অন্তরঙ্গ ছিল না।  এবার তাঁদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়ার রাস্তা খুলে গেল৷  যা জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সূত্রের খবর, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল এবং তৃণমূলের নতুন প্রজন্মের নেতা অভিষেক মোদী-বিরোধী রাজনীতির রণকৌশল নিয়ে এধিন আলোচনা করেছেন৷  কংগ্রেস সূত্রের খবর, এদিন দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটের সার্বিক রণকৌশল, পশ্চিমবঙ্গে প্রাথমিক বোঝাপড়ার মতো বিষয়গুলি নিয়েও। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আগামী দু’দিন রাহুল এবং অভিষেক একই শহরে থাকবেন। একই সভাকক্ষেই বসবেন তাঁরা। কিন্তু তা সত্ত্বেও, আলাদা করে কাকভোরে দিল্লিতে এই বৈঠক সারলেন তাঁরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =