রেল যাত্রীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের, অগস্ট থেকেই চালু পরিষেবা

নয়াদিল্লি: রেল যাত্রীদের জন্য বড়সড় ঘোষণা রেলমন্ত্রকের৷ যাত্রী হয়রানি এড়াতে ও আসন সংরক্ষণের সমস্যা মেটাতে নয়া ব্যবস্থার রেলের৷ নয়া ব্যবস্থা কার্যকর হলে পরিষেবা পাবেন আরও ৪ লক্ষ রেল যাত্রী৷ জানা গিয়েছে, হেড অন জেনারেল প্রযুক্তি ব্যবহার করে রেলের ‘পাওয়ার কার’ বগির সংস্কার করা হবে৷ এই প্রযুক্তিতে প্রতি কামরায় উৎপন্ন হবে বিদ্যুৎ৷ সেই বিদ্যুতে চলবে আলো-পাখা

রেল যাত্রীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের, অগস্ট থেকেই চালু পরিষেবা

নয়াদিল্লি: রেল যাত্রীদের জন্য বড়সড় ঘোষণা রেলমন্ত্রকের৷ যাত্রী হয়রানি এড়াতে ও আসন সংরক্ষণের সমস্যা মেটাতে নয়া ব্যবস্থার রেলের৷ নয়া ব্যবস্থা কার্যকর হলে পরিষেবা পাবেন আরও ৪ লক্ষ রেল যাত্রী৷

জানা গিয়েছে, হেড অন জেনারেল প্রযুক্তি ব্যবহার করে রেলের ‘পাওয়ার কার’ বগির সংস্কার করা হবে৷ এই  প্রযুক্তিতে প্রতি কামরায় উৎপন্ন হবে বিদ্যুৎ৷ সেই বিদ্যুতে চলবে আলো-পাখা এমনকী বাতানুকুল যন্ত্রও চালানো সম্ভব৷ ফলে পাওয়ার কারের বদলে অতিরিক্ত একটি যাত্রী কোচ বসানো হবে৷ প্রতিটি এক্সপ্রেসের সঙ্গে আরও একটি বগি জুড়ে দিলে বাড়তি ৪ লক্ষ যাত্রীকে একই সঙ্গে পরিষেবা দেওয়া যাবে বলে আশা-প্রকাশ রেলের৷ এতে যেমন বুকিং সমস্যা কিছুটা হলেও মেটানো যাবে, তেমনই আয় বাড়ানো যাবে৷ সব ঠিকঠাক থাকলে আগামী অগস্ট মাস থেকেই চালু হতে চলেছে নয়া এই পরিষেবা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 1 =